এক ছবিতে দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসু... শুটিং চলছে 'কুইক স্যান্ড--চোরাবালী'র 

Last Updated:

চলচ্চিত্র জগতে তাঁরা যথেষ্ট নাম ও প্রশংসা কুড়িয়েছেন তাদের নিজস্ব অভিনয় সত্তার জন্য। এবার একই ছবিতে দেখা যাবে এই দুই শক্তিশালী অভিনেতাকে। এক ছবিতে কাজ করছেন দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসু। ছবির নাম কুইক স্যান্ড--চোরাবালী।

নাট্যজগৎ থেকে যাঁরা সিনেমায় এসেছেন তাঁদের অভিনয়ের ধারা সব সময় বাকি আর পাঁচজনের থেকে আলাদা হয়ে থাকে। কারণ তাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট মেথড অ্যাক্টিং থাকে। অভিনেতা দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসুও এমন দুই ব্যক্তিত্ব যারা থিয়েটার থেকে সিনেমায় এসেছেন।
চলচ্চিত্র জগতে তাঁরা যথেষ্ট নাম ও প্রশংসা কুড়িয়েছেন তাদের নিজস্ব অভিনয় সত্তার জন্য। এবার একই ছবিতে দেখা যাবে এই দুই শক্তিশালী অভিনেতাকে। এক ছবিতে কাজ করছেন দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসু। ছবির নাম কুইক স্যান্ড–চোরাবালী।
advertisement
advertisement
শুটিং চলছে বাংলা সিনেমা ‘কুইক স্যান্ড–চোরাবালী’র। যার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম সেনগুপ্ত। সিনেমাটির পরিচালনায় রয়েছেন সোমনাথ গুপ্ত। আর এই ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করছেন দেবেশ রায়চৌধুরী বিশ্বনাথ বসুর মত অভিনেতারা।
এছাড়াও অভিনয় করেছেন দেবাশীষ গঙ্গোপাধ্যায়, বৈশাখী আচার্য্য , অন্তরা ঘোষ, শঙ্কর সেনশর্মা , সীমা হালদার প্রমূখ। গ্রামের মেয়ে তিন্নি । খুব ডানপিটে ও দুষ্টু। ভালো অভিনয় করে। স্বপ্ন দেখে একদিন বড় হয়ে অভিনেত্রী হবে ।
advertisement
গ্রামের জীবন মাস্টার ও অলোকের চোখে ধরা পড়ে তিন্নির প্রতিভা ।কিন্তু তিন্নির বাবা কিছুতেই তাকে অভিনয় করতে দিতে চায় না।ঘটনাচক্রে নিজের গ্রাম ও আপনজনদের ছেড়ে চলে যেতে তিনি বাধ্য হয়।এসে পড়ে টলিপাড়ায় নিজের স্বপ্নের খোঁজে।কিন্তু টলিপাড়ার চোরাবালিতে আটকে যায় তিন্নির হাসিখুশি সরল জীবন । এ যেন এক গোলক ধাঁধা। এ চোরাবালি থেকে কি মুক্তি পাবে তিন্নি এই নিয়ে তৈরি হচ্ছে বাংলা সিনেমা  কুইক স্যান্ড–চোরাবালী।
advertisement
কলকাতার আশপাশে এবং জেলাতে বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে শুটিং। গ্রামের পাশাপাশি কলকাতারও বিভিন্ন লোকেশনে শুটিং রয়েছে। তিন্নির জীবনের ট্রানজিশন গ্রাম থেকে শহর প্রতিটি ধাপে তুলে ধরা হবে ধরা হবে। একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে পেরে দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসু দুজনেই আনন্দিত। একটু অন্য ধারার গল্প নিয়ে তৈরি এই ছবি নিয়ে আশাবাদী এরা প্রত্যেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক ছবিতে দেবেশ রায়চৌধুরী ও বিশ্বনাথ বসু... শুটিং চলছে 'কুইক স্যান্ড--চোরাবালী'র 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement