Donald Trump: ট্রাম্পের সভায় গুলি! কান থেকে ছিটকে মুখে-ঠোঁটে রক্ত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump Shooting: ডোনাল্ড ট্রাম্পের সভায় চলল গুলি। শনিবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁসে বেরিয়ে গিয়েছে গুলি। সূত্রের খবর অনুযায়ী, পেনিসেলভেনিয়ায় ক্যাম্পেন চলাকালীন গুলি চলেছে ডোনাল্ড ট্রাম্পের উপর। সভার মাঝেই কান ধরেই বসে পড়েন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টের কান থেকে রক্ত ঝরতেও দেখা যায়।
পেনিসেলভেনিয়া: ডোনাল্ড ট্রাম্পের সভায় চলল গুলি। শনিবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁসে বেরিয়ে গিয়েছে গুলি। সূত্রের খবর অনুযায়ী, পেনিসেলভেনিয়ায় ক্যাম্পেন চলাকালীন গুলি চলেছে ডোনাল্ড ট্রাম্পের উপর। সভার মাঝেই কান ধরেই বসে পড়েন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টের কান থেকে রক্ত ঝরতেও দেখা যায়।
জানা গিয়েছে গুলি চলার পর আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা পোডিয়ামে ছুটে যান। তারপরেই রিপাবলিকান প্রার্থীকে সরিয়ে নিয়ে আসা হয়। পরে আমেরিকার সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানান হয় সুস্থ আছেন ট্রাম্প। তাঁকে চিকিত্সকরা পরীক্ষা করেছেন। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মাধ্যমে।
I just landed and missed an assignation attempt. Holy shit. What a bad ass reaction from Trump. The election is over. He’s the next president. The Dems should give up. They can’t beat him now. pic.twitter.com/omtbue191d
— Dave Portnoy (@stoolpresidente) July 13, 2024
advertisement
advertisement
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…
— Narendra Modi (@narendramodi) July 14, 2024
advertisement
‘বন্ধু’ ট্রাম্পের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে জানান, ‘‘আমার বন্ধু আমেরিকার প্রাক্তন ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 9:37 AM IST

