Arun Roy Demise: 'না ছেড়ে গেলেই পারতে...!' 'হিরো'-কে হারালেন রুক্মিণী, গভীর শোকপ্রকাশ প্রসেনজিতের

Last Updated:

Arun Roy Demise: 'না ছেড়ে গেলেই পারতে...!' 'হিরো'কে হারালেন রুক্মিণী, গভীর শোকপ্রকাশ প্রসেনজিতের বছরের শুরুতেই এল বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন টলিউডের খ্যাতনামা পরিচালক অরুণ রায়। পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে৷

'হিরো'কে হারালেন রুক্মিণী, গভীর শোকপ্রকাশ প্রসেনজিতের
'হিরো'কে হারালেন রুক্মিণী, গভীর শোকপ্রকাশ প্রসেনজিতের
কলকাতা: কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ বছরের শুরুতেই এল বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন টলিউডের খ্যাতনামা পরিচালক অরুণ রায়। নতুন বছরেই নক্ষত্রপতন টলিউডের আকাশে। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। বিগত কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। অবশেষে ২ তারিখ বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।
পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে৷ টলি নায়িকা অরুণ রায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত৷ অভিনেত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি সুন্দর মুহূ্র্তের ছবি দিয়ে শোকপ্রকাশ করে লিখেছেন-‘আমি সবসময় তোমাকে ভালোবাসব হিরো এবং আপনি একজন বীরের মতোই লড়াই করেছিলেন। সব কটা কথা রাখব অরুণ দা, কথা দিলাম৷ আপনার একমাত্র নায়িকা, সত্যি বলি না ছেড়ে গেলেই পারতে৷ ওকে৷ আমি তোমাকে ভালবাসি৷’
advertisement
advertisement
advertisement
টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ‘অরুণ রায়ের ‘এগারো’ থেকে ‘বাঘাযতীন’—এক দশকের মধ্যে তাঁর নির্মিত প্রতিটি ছবি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। আজ সকালে, ক্যানসারের দীর্ঘ লড়াইয়ে তাঁর হার হলেও ..তাঁর সিনেমাগুলোই তাঁর প্রকৃত জয় হয়ে থেকে যাবে..অরুণের পরিবারের প্রতি রইল সমবেদনা।’
advertisement
advertisement
দেবের বাঘাযতীন করার সময়েই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। ২০১১ সালে ‘এগারো’ ছবির মধ্যে দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। ‘হীরালাল’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই সিনেমা দিয়েই খ্যাতি পান ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দ। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে ভালোবাসা অরুণ রায় এরপর বানান ‘৮/১২বিনয় বাদল দীনেশ’। তাঁর তৈরি শেষ ছবি ‘বাঘাযতীন’। এখানেও তিনি হিট।গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়েছেন অরুণ হাসিমুখে। বাঘাযতীন মুক্তি পেয়েছিল ২০২৩-এর দুর্গাপুজোয়। তাঁর ঠিক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি। তবে এই মারণ রোগের থাবাতেও ভয় পাননি। বরং হাসিমুখে জানিয়েছিলেন, অসুস্থতা নিয়ে মাথা ঘামাতে রাজি নন একেবারে। তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন অনুরাগীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arun Roy Demise: 'না ছেড়ে গেলেই পারতে...!' 'হিরো'-কে হারালেন রুক্মিণী, গভীর শোকপ্রকাশ প্রসেনজিতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement