Arijit Singh and Badhshah: অরিজিতের বাড়িতে বাদশা! মধ্যরাতে স্কুটি নিয়ে যা করলেন, কাণ্ড দেখে অবাক সকলে
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
অরিজিৎ সিং-এর বাড়িতে এলেন বাদশা। দুই তারকারা এবার একসঙ্গে জিয়াগঞ্জে, অরিজিতের বাড়িতে। বুধবার দিনভর বৃষ্টির পরে রাতে অরিজিত ব়্যাপার বাদশাকে ঘুরে দেখলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহর।
মুর্শিদাবাদ: অরিজিৎ সিং-এর বাড়িতে এলেন বাদশা। দুই তারকারা এবার একসঙ্গে জিয়াগঞ্জে, অরিজিতের বাড়িতে। বুধবার দিনভর বৃষ্টির পরে রাতে অরিজিত ব়্যাপার বাদশাকে ঘুরে দেখলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহর।
সূত্রের খবর, গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই ছেড়ে মুর্শিদাবাদে এলেন বাদশা। অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে উপস্থিত হন তিনি। জিয়াগঞ্জ শহর ঘুরে শহরটাকে ভালবেসে ফেললেন বাদশা। শহরের নানা প্রান্ত ঘুরে দেখেন তিনি। অরিজিৎ যেখানে বসে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সেই শিবতলার ঘাটেও তিনি যান। সেখানে গিয়ে একসঙ্গে চা খান দু’জনে।

advertisement
advertisement
বুধবার দুপুরে গায়ক অরিজিতের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন মুম্বইয়ের বিখ্যাত ব়্যাপার বাদশা। জানা গিয়েছে দুজনের যুগলবন্দি আসতে চলেছে। অরিজিতের ষ্টুডিওতে গিয়ে একসঙ্গে সুরও মিলিয়েছেন। গণেশ চতুর্থী উপলক্ষ্যে অরিজিতের ডাকে গায়কের বাড়িতে এসে উপস্থিত হন মঙ্গলবারে।
advertisement
বুধবার রাতে অরিজিৎ স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন আর তার ঠিক পিছনে অন্য একটি স্কুটিতে বসে ছিলেন ব়্যাপার বাদশা। অনুরাগীরা সেই মুহুর্ত ফ্রেমবন্দি করেন। তাঁদেরকে এক ঝলক দেখে অনেকে অবাক হয়ে যান। বাদশার মাথায় টুপি, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, অন্যদিকে সাদা বা কোনও হালকা রঙের টি-শার্টে দেখা গিয়েছিল অরিজিৎকে।
advertisement
কৌশিক অধিকারী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 21, 2023 1:06 PM IST










