হু হু করে ভাইরাল ভিডিও! দিল্লির রাস্তায় ইউটিউবারের সঙ্গে 'পানি দা রং'-এ মজলেন আয়ুষ্মান খুরানা
- Published by:Aryama Das
Last Updated:
Ayushman Khurrana : শিভম গাইছিলেন দিল্লির রাস্তায়, মুহুর্তের মধ্যে অভিনেতা তাঁর কাছে আসেন এবং গলা মেলান। তাঁরা পানি দা রং গেয়ে শুরু করেন এবং শেষটা করেন জেধা নাশা দিয়ে।
#দিল্লি: সমস্ত চোখ আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) দিকে। পাশেই গিটার হতে দিল্লির জনপথ মার্কেটে গান গাইছে শিভম নামের এক সঙ্গীতশিল্পী। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @guitar_boy_shivam থেকেই শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে 'পানি দা' গানে এসে গলা মেলালেন আয়ুষ্মান নিজে।
advertisement
advertisement
ভিডিওটি শেয়ার করে গায়ক লিখেছেন, “ধন্যবাদ @ayushmannk (আয়ুষ্মান খুরানা) আপনার কথা রাখার জন্য...”। শিভম গাইছিলেন দিল্লির রাস্তায়, মুহুর্তের মধ্যে অভিনেতা তাঁর কাছে আসেন এবং গলা মেলান। তাঁরা পানি দা রং গেয়ে শুরু করেন এবং শেষটা করেন জেধা নাশা দিয়ে।
আরও পড়ুন : অটোয় চড়ে রেড কার্পেট যেতেন কার্তিক! প্রথম গাড়িও 'থার্ড হ্যান্ড' ছিল আজকের 'চার্মিং বয়'-এর
advertisement
আয়ুষ্মান খুরানার পানি দা রং গানটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভিকি ডোনার সিনেমায় প্রদর্শিত হয়েছিল। অমর জালাল, আইপি সিং, ইয়োহানি, হারজোত কৌর গেয়েছেন। জেধা নাশা একটি পুরানো গানের রিমিক্স সংস্করণ। সম্প্রতি মুক্তি পেয়েছে, আয়ুষ্মান খুরানা এবং নোরা ফাতেহি রয়েছেন গানের ভিডিওতে।
advertisement
ভিডিওটি তিন দিন আগে পোস্ট হয়েছিল। এখনও পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১.৪ লক্ষ হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 10:02 AM IST