‘বৃত্তটা যেন সম্পূর্ণ হল’: অতনু ঘোষ

Last Updated:

জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক অতনু ঘোষের ছবি ‘ময়ূরাক্ষী’ ৷

#কলকাতা: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক অতনু ঘোষের ছবি ‘ময়ূরাক্ষী’ ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি বাংলার বক্স অফিসে আগেই ঝড় তুলেছিল ৷ আর এবার জাতীয়স্তরে স্বীকৃতি পেয়ে ‘ময়ূরাক্ষী’ ছবির জার্নি যেন বৃত্ত সম্পুর্ণ করল ৷ জাতীয় সম্মানে ‘ময়ূরাক্ষী’ সেরা বাংলা ছবির সম্মান পাওয়ার পর ঠিক এরকমটিই মনে করছেন ছবির পরিচালক অতনু ঘোষ ৷
জাতীয় সম্মান পাওয়ার পর যেন ছবির প্রথম দিন শ্যুট থেকে পুরো জার্নিটাই চোখের ওপরে ভেসে আসছে অতনু ঘোষের ৷
অতনু জানালেন, ‘ময়ূরাক্ষীর জাতীয় সম্মান পাওয়াটা খুব বড় পাওয়া ৷ এক জাতীয় স্বীকৃতি ৷ আসলে, এই ছবির গল্প শুধুমাত্র এক গণ্ডিতেই আটকে নেই ৷ গোটা পৃথিবীর জন্যই যেন তৈরি হয়েছে ৷ আসলে এই স্বীকৃতিটা এই ধরণের গল্পকে সঠিক সম্মান দেওয়া ৷ ময়ূরাক্ষীকে আরও একধাপ এগিয়ে দেওয়া ৷ ’
advertisement
advertisement
ময়ূরাক্ষীর চিত্রনাট্যটি পড়ে দু’বার ভাবেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ পরিচালককে নাকি বলেছিলেন, যত দ্রুত সম্ভব ছবির কাজটা শুরু করতে ৷ সেই দিনটার কথা মনে করে একটু আবেগপ্রবণই হয়ে উঠলেন পরিচালক অতনু ঘোষ ৷ জানালেন,
‘বুম্বা দা, ঠিক এক মিনিট সময় লাগিয়ে ছিলেন ৷ তারপর আমাকে বললেন, ছবির কাজ দ্রুত শুরু কর ৷ এ ছবিটা ভালো করে তৈরি করতেই হবে ৷ এমনকী, জাতীয় সম্মানের ঘোষণার পর প্রথম ফোনটা বুম্বা দা-র তরফ থেকেই এসেছিল ৷ খুব খুশি তিনি ৷ প্রসেনজিৎ প্রথম দিন থেকে এই ছবি নিয়ে আমাকে প্রচুর ভরসা দিয়েছেন৷ আমারও ওর ওপর আস্থা ছিল ৷ তবে এই স্বীকৃতি গোটা টিমের ৷ সবার পরিশ্রমের ফসল ময়ূরাক্ষী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বৃত্তটা যেন সম্পূর্ণ হল’: অতনু ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement