Ukraine War Protest at Cannes 2022: "আমাদের ধর্ষণ করা বন্ধ করো": রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে কানের রেড কার্পেটে বিবস্ত্র হয়ে প্রতিবাদ মহিলার
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Cannes 2022: নিম্নে লাল দাগযুক্ত অন্তর্বাস পরা ওই মহিলা রেড কার্পেটে চিৎকার করে স্লোগান দিতে থাকেন।
#কান: রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে শুক্রবার একক প্রতিবাদের নজির গড়লেন এক মহিলা। নিজের সারা গায়ে ইউক্রেনের পতাকার রঙ এঁকে তার উপর “আমাদের ধর্ষণ করা বন্ধ করো” লিখে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিজের পোশাক খুলে বিবস্ত্র হয়ে যান ওই মহিলা। নিম্নে লাল দাগযুক্ত অন্তর্বাস পরা ওই মহিলা রেড কার্পেটে চিৎকার করে স্লোগান দিতে থাকেন। এরপরই নিরাপত্তারক্ষী ওই আন্দোলনকারীকে ধরে সরিয়ে দেয়।
জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ চলচ্চিত্রের প্রিমিয়ারে অংশগ্রহণকারী টিল্ডা সুইন্টন এবং ইদ্রিস এলবা সহ সন্ধ্যার অতিথিদের প্যারেড এই আকস্মিক প্রতিবাদে সামান্য বাধাপ্রাপ্ত হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত মাসেই ছোট শিশুদের যৌন নিপীড়ন সহ রাশিয়ান সৈন্যদের দখলে থাকা এলাকায় ‘শয়ে শয়ে ধর্ষণের ঘটনা’র খবর মিলেছে। প্রাক্তন অভিনেতা জেলেনস্কি, মঙ্গলবার কান চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দেশের জন্য সাহায্য চেয়ে একটি ভিডিও আবেদন সম্প্রচার করেন।
advertisement
advertisement
বৃহস্পতিবার, গত মাসে রাশিয়ান সৈন্য বাহিনীর হাতে ইউক্রেনে নিহত লিথুয়ানিয়ান পরিচালক মানতাস কেভেদারাভিসিয়াসের একটি তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’ এর বিশেষ স্ক্রিনিং হয় কান চলচ্চিত্র উৎসবে। যুদ্ধ ইতিমধ্যেই এই বিখ্যাত চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
ইউক্রেনের বিপর্যস্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য শনিবারকে বিশেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। ইউক্রেনের অন্যতম বিখ্যাত পরিচালক সার্জেই লোজনিতসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলিতে বোমা হামলার বিষয়ে তৈরি ‘The Natural History of Destruction’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2022 2:42 PM IST