লন্ডন: অহমিয়া অভিনেতা আদিল হোসেন ইতিমধ্যেই বলিউড থেকে টলিউড, দেশের একাধিক ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। অভিনয় দক্ষতা দিয়ে প্রতিটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলেন তিনি। এবার লন্ডনে প্রশংসিত হল তাঁর ছবি। সম্মানিত হল তাঁর শিল্প। ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আদিল।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে জয়, তুমুল জনপ্রিয়তা! তবু কেন হারিয়ে গেলেন অভিজিৎ, কী এমন হয়েছিল
সম্প্রতি তাঁর ছবি ‘ফুটপ্রিন্স অন ওয়াটার’ ছবিটির প্রিমিয়ার হয়েছে লন্ডনে, ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। যে উৎসবকে আগে বলা হত লন্ডন এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। গত ৪ মে থেকে ১৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই চলচ্চিত্র উৎসব।
ফুটপ্রিন্স অন ওয়াটার
পরিচালক হিসেবে এই ছবি দিয়েই হাতেখড়ি হয়েছে নাতালিয়া শ্যামের। আদিল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নিমিশা সাজায়ন, লেনা, ড্যানি সুরা প্রমুখ। কেবল সেরা অভিনেতার পুরস্কারই নয়, সেরা ডেবিউ ছবির পুরস্কারও পেয়েছে ‘ফুটপ্রিন্স অন ওয়াটার’।
যুক্তরাজ্যে অভিবাসন এবং অভিবাসীদের সমস্যা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। হারিয়ে যাওয়া সন্তানকে খোঁজ করে চলেছেন এক বাবা। এমনই এক করুণ কাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adil Hussain