আসারাম বাপু-র মতো সলমনও ভুগছেন একই রোগে !

Last Updated:

নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷

#মুম্বই: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷ পাঁচ বছর আগের ধর্ষণ মামলার রায় দিল যোধপুর আদালত৷ কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত হয়ে যোধপুর জেলেই দু রাত কাটিয়েছিলেন সলমন ৷ আসারাম বাপুর ছিলেন সলমনের পাশের জেলেই ৷ সলমনের জেল হওয়ার পরেই আসারাম ও সলমনকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নানারকম ট্রোল ছড়িয়ে পড়ে ৷ রীতিমতো সেই ট্রোল ঝড় তুলেছিল ইন্টারনেট দুনিয়া ৷
advertisement
আর এবার আসারাম বাপুর দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের ইন্টারনেটে সলমন ও আসারামকে জড়িয়ে শুরু হল নানারকম রসিকতা ৷ কিন্তু এরই মাঝে ফাঁস হল, আসারাম বাপু ও সলমনের মধ্যে এক অদ্ভুত মিলের খবর৷
এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, আসারাম বাপুর মতোই সলমন খানও ভুগছেন এক নিউরো সমস্যায় ৷ ডাক্তারি ভাষায় যার নাম Trigeminal neuralgia ৷ চিকিৎসকদের কথায়, এই রোগে আক্রান্ত হলে মানুষের আত্মহত্যা করার প্রবণতা বড়ে যায় ৷ মুখের চামড়ায় ব্যথা অনুভূত হতে থাকে ৷
advertisement
গত বছরের শুরুতেই সলমন খান তাঁর এই রোগ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন ৷ এবার সামনে এল আসারাম বাপুর এই রোগের খবর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আসারাম বাপু-র মতো সলমনও ভুগছেন একই রোগে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement