• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আসারাম বাপু-র মতো সলমনও ভুগছেন একই রোগে !

আসারাম বাপু-র মতো সলমনও ভুগছেন একই রোগে !

File Photo

File Photo

নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷

 • Share this:

  #মুম্বই: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷ পাঁচ বছর আগের ধর্ষণ মামলার রায় দিল যোধপুর আদালত৷ কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত হয়ে যোধপুর জেলেই দু রাত কাটিয়েছিলেন সলমন ৷ আসারাম বাপুর ছিলেন সলমনের পাশের জেলেই ৷ সলমনের জেল হওয়ার পরেই আসারাম ও সলমনকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নানারকম ট্রোল ছড়িয়ে পড়ে ৷ রীতিমতো সেই ট্রোল ঝড় তুলেছিল ইন্টারনেট দুনিয়া ৷

  আরও পড়ুন 
  নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু,দোষী আরও ২

  আর এবার আসারাম বাপুর দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের ইন্টারনেটে সলমন ও আসারামকে জড়িয়ে শুরু হল নানারকম রসিকতা ৷ কিন্তু এরই মাঝে ফাঁস হল, আসারাম বাপু ও সলমনের মধ্যে এক অদ্ভুত মিলের খবর৷

  এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, আসারাম বাপুর মতোই সলমন খানও ভুগছেন এক নিউরো সমস্যায় ৷ ডাক্তারি ভাষায় যার নাম Trigeminal neuralgia ৷ চিকিৎসকদের কথায়, এই রোগে আক্রান্ত হলে মানুষের আত্মহত্যা করার প্রবণতা বড়ে যায় ৷ মুখের চামড়ায় ব্যথা অনুভূত হতে থাকে ৷

  গত বছরের শুরুতেই সলমন খান তাঁর এই রোগ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন ৷ এবার সামনে এল আসারাম বাপুর এই রোগের খবর ৷

  First published: