Drugs Case | Aryan Khan: একদিনের জন্য এনসিবির হেফাজতে শাহরুখ পুত্র, আজই জমা পড়তে পারে জামিনের আবেদন

Last Updated:

Aryan Khan, 2 Others Sent to One-day NCB Custody: ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজে ৷

Image: PTI
Image: PTI
মুম্বই: ফের বলিউডের অন্ধকার জগতটা সবার সামনে প্রকট ৷  আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান-সহ আরও অনেকে ৷ জাহাজের পার্টিতেই মাদক নেওয়া চলছিল বলে অভিযোগ ৷ নারকোটিক্স  কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসাররা আরিয়ান খান-সহ ৮ জনকে প্রথমে আটক করেন ৷ এরপর ১৬ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাদের (Aryan Khan Arrest) ৷
এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এক দিনের জন্য অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে ৷ ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজে ৷ এই অপারেশনে ছিলেন ৮ জন ৷ শাহরুখ পুত্রের পাশাপাশি এনসিবির হেফাজতে বাকিরা হলেন, নুপূর সাতিজা, ইশমিত সিং চড্ডা, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া এবং বিক্রান্ত ছোকার ৷ এদেরকে আজ আদালতে তোলা হবে বলে এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
তবে সূত্রের খবর, শাহরুখ পুত্র আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। এর ফলে আজ, সোমবার আরিয়ানের আইনজীবী হয়তো জামিনের আবেদন করবেন। সোমবার হয়তো বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী। এমনটাই জানা গিয়েছে ৷
advertisement
আপাতত এনসিবির ব্যালার্ড এস্টেটের অফিসে রয়েছেন শাহরুখ খানের ছেলে। আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে।
শনিবার রাত থেকেই টানা জিজ্ঞাসাবাদ চলে আরিয়ানের। এনসিবি সূত্রের খবর, ১৬ ঘণ্টার দীর্ঘ জেরার পর অবশেষে ওই বিলাসবহুল ক্রুসে মাদক নেওয়ার কথা কবুলও করেন আরিয়ান। তিনি জানান, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি ৷ গ্রেফতারের পর আরিয়ানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Drugs Case | Aryan Khan: একদিনের জন্য এনসিবির হেফাজতে শাহরুখ পুত্র, আজই জমা পড়তে পারে জামিনের আবেদন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement