Arunima Ghosh: বাংলা অভিনেত্রী অরুণিমা ঘোষকে অশালীন মেসেজ, খুনের হুমকি ! গ্রেফতার ১

Last Updated:

এর আগেও ধৃত মুকেশ ২ বার গ্রেফতার হয়েছিল

Arunima Ghosh
Arunima Ghosh
#কলকাতা : বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষকে (Arunima Ghosh) ফোনে, হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি! কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার  হওয়া অভিযুক্তের নাম মুকেশ কুমার সাউ। গুন্ডা দমন শাখার আধিকারিকরা রবিবার রাতে সার্ভে পার্ক থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
গোয়েন্দা সূত্রে খবর, গত ১৬ নভেম্বর অভিনেত্রী গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অরুণিমাকে (Arunima Ghosh) ফোনে যোগাযোগ করলে তিনি জানান, '' শুধু আমাকেই নয়, আমার বন্ধু, মা-মাসি, এমনকী আমার ছোট ভাইকেও ফোন করে নোংরা কথা বলত অভিযুক্ত, সেই ভাষা মুখে আনা যায় না! আমার বাড়ি চলে আসত! ১০০টা নম্বর থেকে ফোন করত! রীতিমত প্রাণনাশের হুমকি দিত! কখনও বলত পিটিয়ে মেরে ফেলবে, কখনও বলত মুখে অ্যাসিড ছুঁড়বে! আমার ফোন নম্বর যে কত লোককে দিয়ে দিয়েছে তার হিসেব নেই! রাতদিন অচেনা লোকজন ফোন করে বিরক্ত করছে আমায়!''
advertisement
advertisement
অভিনেত্রী আরও বলেন, '' দীর্ঘদিন ধরে এই অসভ্যতা চলছে! এর আগেও ওকে পুলিশ ২ বার গ্রেফতার করেছে! কিন্তু তাতেও লাভ হয়নি! ১১ দিন জেল খেটে বেরিয়ে আমার বাড়ির নীচে এসে আমার গাড়িতে হাত বুলোচ্ছিল! ''
advertisement
কিন্তু কে এই মুকেশ কুমার সাউ? অভিনেত্রীর পরিচিত কেউ? ফ্যান? অরুণিমা জানান, '' আমি এই মানুষটাকে একেবারেই চিনি না! আমার তো মনে হয় মানুষটা পুরোপুরি 'সাইকো' !''
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ফোনের মেসেজ ও হোয়াটস্যাপ টেক্সট বাজেয়াপ্ত করে গোয়েন্দারা। তদন্তে সার্ভে পার্ক থানা এলাকায় অভিযুক্তর বাড়ির হদিস পায় গোয়েন্দারা, সেখান থেকেই গ্রেফতার করা হয় মুকেশ কুমার সাউকে। ধৃতকে সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ।  গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, এহেন কাণ্ডের নেপথ্যে ধৃতের আসল উদ্দেশ্য কী?  কেন সে বারবার অভিনেত্রীকে উত্যক্ত করত?
advertisement
Arpita Hazra
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arunima Ghosh: বাংলা অভিনেত্রী অরুণিমা ঘোষকে অশালীন মেসেজ, খুনের হুমকি ! গ্রেফতার ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement