Arun Verma Passes Away: বলিউডে শোকের ছায়া! প্রয়াত অভিনেতা অরুণ ভার্মা !

Last Updated:

Arun Verma Passes Away: ৮০টির বেশি ছবিতে সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন অরুণ ভার্মা। সলমন খান থেকে কঙ্গনা রানাওয়াত সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি।

Arun Verma
Arun Verma
#মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা অরুণ ভার্মা (Arun Verma Passes Away)। সলমন খানের সঙ্গে ‘কিক’, ‘মুঝসে শাদি কারোগে’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। ভোপালের পিপলস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা অরুণ ভার্মা(Arun Verma Passes Away)। মস্তিষ্কে জটিলতা থেকে ক্রমশ তাঁর সারা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়। কিডনি ফেইলিয়র হয়ে তাঁর মৃত্যু হয়। এমনটাই জানা গিয়েছে পরিবারের তরফে। ভোপালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের তরফে আরও বলা হয়, "শুধু কিডনি নয়, লাঙেও সমস্যা ছিল অভিনেতার। হাসপাতালেই রাত ২-র সময় প্রয়াত হন অভিনেতা। সে সময় তাঁর পরিবারের লোকেরাই উপস্থিত ছিলেন হাসপাতালে।  ৮০ টির বেশি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ।
advertisement
advertisement
আশির দশক থেকে অরুণ ভার্মা(Arun Verma Passes Away) বলিউডে কাজ করছেন। সানি দেওলের সঙ্গেই ছিল তাঁর প্রথম কাজ। ছবির নাম 'ডাকায়েত'। 'নায়ক', 'প্রেম গন্থ', মুঝসে শাদি করোগি', 'কিক' এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মৃত্যুতে সকলেই শোকাহত। বেশ কিছু দিন ধরেই তাঁর শরীরে নানা সমস্যা বাসা বেঁধেছিল। চিকিৎসাও চলছিল। তবে শেষ পর্যন্ত লড়াই জেতা হল না তাঁর।
advertisement
সম্প্রতি 'টিকু ওয়েডস শেরু'তে শেষ কাজ করেন তিনি। এই ছবির প্রজোযক কঙ্গনা রানাওয়াত। এই ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকিও অভিনয় করেছেন অরুণ ভার্মার সঙ্গে। তাঁর মৃত্যুতে(Arun Verma Passes Away) বলিউডের অনেকেই শোকবার্তা জানিয়েছেন। সলমন খান, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল সকলেই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত কিক- ছবিতে সলমনের সহ অভিনেতা হিসেবে সকলের নজর কেড়েছিলেন অরুণ ভার্মা। ৮০ টির বেশি ছবিতে তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। অভিনেতার বয়স মাত্র ৬২ বছর। এখনও অনেক কাজ বাকি ছিল তাঁর। হাতে বেশ কয়েকটি নতুন ছবির কাজও ছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arun Verma Passes Away: বলিউডে শোকের ছায়া! প্রয়াত অভিনেতা অরুণ ভার্মা !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement