Soma Das: লন্ডনের মাটিতে পরিকল্পনা করা অনুষ্ঠান এই শহরে, বিদেশে থেকেও একের পর এক বাংলা গানের অ্যালবাম সোমার

Last Updated:

এই অনুষ্ঠানের জন্য সোমা ইংল্যান্ডের দ্যা মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পান। দু'বছর করোনা কালে দেশে ফিরতে পারেননি। তাই দেশে ফিরে আয়োজন করলেন এই সাংস্কৃতিক সন্ধ্যার।

কলকাতা: মাটি যে শুধু মাটি নয়, তার একটা দার্শনিক এবং অন্যান্য দিকও আছে, সে সব নিয়েই গান-গল্পে আয়োজিত হল অনুষ্ঠান। 'মাটির টানে মাটির গানে'। আগামী ১৩ জানুয়ারি, রোটারি সদন, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। নিবেদনে সোমা দাস এবং কবিতার ক্লাস।
সোমা দাস কলকাতার মেয়ে হলেও দীর্ঘদিন ধরেই লন্ডনে থাকেন। সেখানে একটা ছোটদের স্কুলে শিক্ষকতা করেন। এক সময় গান শিখেছেন দক্ষিণী থেকে। রবীন্দ্রনাথের গানে তালিম হলেও বাংলা গানের নানা ধারার প্রতি সোমার ঝোঁক চোখে পড়ে। রবীন্দ্রনাথের গানের অ্যালবাম করেন দেবজ্যোতি মিশ্রের তত্ত্বাবধানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপঙ্করের কথায়-সুরে 'একুশের গান' করেন তিনি। জয় সরকারের সুরে করেন 'ফিরে আসছি'।
advertisement
advertisement
অ্যালবাম প্রকাশের মাধ্যমেও ছিল চমক। রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন মেহবুব ব্যান্ড-এর শিল্পীরা, 'ফিরে আসছি' সিঙ্গেলস প্রকাশে উপস্থিত ছিলেন বহুরূপী শিল্পীরা। সোমার আর এক আগ্রহের দিক হল 'স্ট্রিট মিউজিশিয়ান'। লন্ডনে পথ সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই সূত্র ধরেই 'কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল'-এর সঙ্গে আছেন সেই শুরুর দিন থেকে, সহযোগিতায়।
advertisement
এই অনুষ্ঠানের জন্য সোমা ইংল্যান্ডের দ্যা মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পান। দু'বছর করোনা কালে দেশে ফিরতে পারেননি। তাই দেশে ফিরে আয়োজন করলেন এই সাংস্কৃতিক সন্ধ্যার। সঙ্গী রাজার কবিতার ক্লাস। গানে, কথায়, কবিতায় একটা সন্ধ্যা, যা বিদেশে থাকাকালীন সোমা পরিকল্পনা করেছিলেন, তাঁর প্রিয় শহরে শীতের সন্ধ্যায় পরিবেশন করবেন বলে। গানের চয়নে শিকড়ের টান, নিজের শিকড়ের কাছে ফিরে আসার বার্তা।
advertisement
সোমা দাস বললেন, "করোনা কালে খালি ভাবতাম কবে চেনা মানুষগুলোর মুখ দেখতে পারব। দু'বছর পর নিজের শহরে এলাম। যখন করোনার প্রকোপ ছিল খুব, গৃহবন্দি অবস্থায় শুধু গান, কবিতাই ছিল সব সময়ের সঙ্গী। তাই নিজের শহরে ফিরে আনন্দের মাঝে তাদেরকেই সঙ্গী করে অনুষ্ঠানের পরিকল্পনা করা। সঙ্গে রাজাকে পাওয়া, এতে অনুষ্ঠান যে আরও পরিপূর্ণতা পাবে তা বলাই বাহুল্য।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soma Das: লন্ডনের মাটিতে পরিকল্পনা করা অনুষ্ঠান এই শহরে, বিদেশে থেকেও একের পর এক বাংলা গানের অ্যালবাম সোমার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement