করোনা আতঙ্কের মাঝেই অর্পিতার গানের অনুষ্ঠান, মঞ্চ মাতালেন প্রসেনজিৎ ঘরণী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুনুন সেই গান--
#কলকাতা: প্রসেনজিৎ ঘরণী অর্পিতা চট্টোপাধ্যায়, দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তাঁর গানের গলারও খ্যাতি আছে! মাঝে মধ্যেই বিভিন্ন গানের শো-ও করেন। এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' অর্পিতার একটি গানের পারফরম্যান্সের ভিডিও! করোনা আতঙ্কের মাঝেই শো করলেন অভিনেত্রী। অর্পিতার গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
দেখুন সেই ভিডিও--
গান ভালোবাসি, খুব যত্ন দিয়ে ছোটবেলা থেকে চর্চা ছিল গানের। সেই গানই যখন হাজার হাজার মানুষের সামনে গাইতে পারি, ভীষণ আনন্দ হয়। তার পরিবর্তে উপহার হিসেবে পাই আপনাদের অশেষ ভালোবাসা, আন্তরিকতা। কাল অনুষ্ঠানের কিছু মুহূর্ত । #Stage #Performance #Show #HappyMe pic.twitter.com/PRL5yVVLSg
— Arpita Chatterjee (@ArpitaCP) March 16, 2020
advertisement
advertisement
কমলা লং গাউনে ''দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না'' গানে মঞ্চ মাতালেন 'অব্যক্ত' স্টার! দর্শকাসনে উচ্ছাস ফেটে পড়ে! ভিডিওটি নিজেই ট্যুইটারে শেয়ার করেন অর্পিতা চট্টোপাধ্যায়। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ''গান ভালোবাসি, খুব যত্ন দিয়ে ছোটবেলা থেকে চর্চা ছিল গানের। সেই গানই যখন হাজার হাজার মানুষের সামনে গাইতে পারি, ভীষণ আনন্দ হয়। তার পরিবর্তে উপহার হিসেবে পাই আপনাদের অশেষ ভালোবাসা, আন্তরিকতা। কাল অনুষ্ঠানের কিছু মুহূর্ত।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2020 5:03 PM IST