Arjun Kapoor shared cryptic post: প্রেম ভেঙে খানখান, মালাইকাকে সরাসরি 'আবর্জনা' বললেন অর্জুন? অভিনেতার পোস্টে সরগরম বি-টাউন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Arjun Kapoor shared cryptic post: 'ইশকজাদে' অভিনেতা লিখেছেন, এই দুনিয়ায় একমাত্র জঞ্জালই গোনা যায়।
advertisement
দিন কয়েক ধরেই বলিপাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে একটা কথা। শোনা যাচ্ছে, অর্জুন-মালাইকার পথ নাকি আলাদা হতে চলেছে। বলিউডের হিট জুটি মাল্লা-অর্জুন। সব সময়েই জুটিতে দেখা যেত তাঁদের। বিদেশ ভ্রমণ হোক বা ঘরের কোণে আদরমাখা ছবি- একে অপরকে ছাড়েননি তাঁরা। কিন্তু এবার তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে সম্পর্কে আগমণ ঘটেছে তৃতীয় ব্যক্তির।
advertisement
মালাইকা পোস্টে লিখেছেন,পরিবর্তন জীবনের নিয়ম। এবং যারা শুধুমাত্র অতীত বা বর্তমানের দিকে তাকায় তারা নিশ্চিত ভবিষ্যতকে মিস করবে৷ মালাইকার এই পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা৷ এই রহস্যময় পোস্টের পরই অর্জুনের পরিবারের সদস্যদেরও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন মালাইকা ৷ অর্জুনের বোন অনশুলা কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের পাশাপাশি বাবা বনি কাপুর এবং অনিল কাপুরকেও অনুসরণ করছেন না নায়িকা৷

advertisement
এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন মালাইকা। ১৯৯৮ সালে দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে ১৮ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে। একমাত্র সন্তান অরহানের জন্য তাঁরা বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কো পেরেন্টিং। বিয়ে ভাঙার পর মালাইকা এখনও পর্যন্ত বিয়ে করেননি। তবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেম অটুট।
মালাইকার পোস্ট এবং সোশ্যাল মিডিয়ায় বোনেদের আনফলো করার পরে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন। ‘ইশকজাদে’ অভিনেতা লিখেছেন, এই দুনিয়ায় একমাত্র জঞ্জালই গোনা যায়।
advertisement

সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সর তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের।
করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আবার দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। তবে এ নিয়ে কী বলছেন কুশা? না। কোনও শিলমোহর তিনি দেননি। বরং পুরো বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমার মা আবার এসব খবর পড়ে না ফেলেন…’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2023 12:34 PM IST