Arjun Bijlani Hospitalised: হাসপাতালে ভর্তি অর্জুন, চলছে স্যালাইন, তড়িঘড়ি করতে হবে অস্ত্রোপচার! হঠাৎ হলটা কী হল অভিনেতার?

Last Updated:

Arjun Bijlani Hospitalised: বিনোদন জগতে সময়টা ভীষণই খারাপ যাচ্ছে৷ আচমকা গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি৷

হাসপাতালে ভর্তি অর্জুন
হাসপাতালে ভর্তি অর্জুন
মুম্বই: বিনোদন জগতে সময়টা ভীষণই খারাপ যাচ্ছে৷ আচমকা গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি৷ গতকাল অর্থাৎ শুক্রবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে৷
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পেটের যন্ত্রণায় অসহ্য কষ্ট পাচ্ছিলেন অভিনেতা৷ ব্যথা সহ্য করতে না পেরেই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে৷ অভিনেতা সেই সময় শ্যুটিং করছিলেন৷ এবং শ্যুটিং সেট থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে৷ পরীক্ষার পর জানা গিয়েছে, অভিনেতার অ্যাপেনডিসাইটিস হয়েছে৷ আগামীকাল অপারেশন হবে অভিনেতার, তেমনটাই জানা গিয়েছে৷
advertisement
advertisement
সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ যেখানে দেখা যাচ্ছে, হাতে লাগানো স্যালাইনের নল৷ এই ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, যা হয়, তা ভালর জন্যই হয়৷ অর্জুনের এই পোস্ট দেখে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ সমস্ত ভক্তরাই দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
advertisement
সূত্রের খবর, ‘প্যায়ার কা প্যাহেলা অধ্যায়-শিব অধ্যায়’ একটি ধারাবাহিকে অভিনয় করছেন৷ ডা. শিব কাশ্যপের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন অভিনেতা৷ এই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন অর্জুন৷ পেটের অসহ্য যন্ত্রণায় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্কি করানো হয়৷ অর্জুনের শারীরিক অবস্থা দেখেই চিকিৎসকেরা তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করিয়ে নেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Bijlani Hospitalised: হাসপাতালে ভর্তি অর্জুন, চলছে স্যালাইন, তড়িঘড়ি করতে হবে অস্ত্রোপচার! হঠাৎ হলটা কী হল অভিনেতার?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement