Arijit Singh and Ed Sheeran: পৃথিবী কাঁপানো সঙ্গীত শিল্পীকে চাপিয়ে নিলেন বাইকের ব্যাকসিটে, অরিজিৎ ঘুরিয়ে দেখালেন এই জায়গা

Last Updated:

Arijit Singh and Ed Sheeran: রাতের শহরে বন্ধু অরিজিতের স্কুটিতে চেপে জিয়াগঞ্জ ঘুরলেন এড শিরন, ভাইরাল ভিডিও

+
রাতে

রাতে জিয়াগঞ্জ শহরে দুই গায়ক 

মুর্শিদাবাদ: বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন এবার সফরে এসেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তার ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে। এর আগে একাধিকবার ভারত সফর করলেও, এবার বন্ধুর সঙ্গে বিশেষ সময় কাটাতেই তিনি পৌঁছান অরিজিৎ সিংয়ের বাড়িতে। সোমবার বিকালে দেখা যায় নৌকাবিহার করতে। আর এবার রাতে দেখা গেল স্কুটির পিছনে চেপে ঘুরে বেড়াতে। শহর জুড়েই দাপিয়ে বেড়ালেন দুই বিখ্যাত গায়ক।
সোমবার সকালে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছাই। কোনও বিলম্ব না করে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রওনা দিয়েছিলেন এড শিরন। তাঁর এই আকস্মিক সফরে বেশ উচ্ছ্বসিত হন অরিজিৎ সিং। বিশ্বখ্যাত পপ তারকাকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি।
advertisement
advertisement
এরপর পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে ভাগীরথী নদীতে একসঙ্গে নৌকাভ্রমণ করেন এই দুই শিল্পী। দুই সংগীত মহারথীর একসঙ্গে সময় কাটানোর মুহূর্তটি নজর কাড়ে স্থানীয়দেরও। এরপর রাতের ঠান্ডা আকাশে বন্ধুকে নিয়ে নিজেই স্কুটিতে শহর ঘুরতে বেরিয়ে পড়েন অরিজিৎ। জিয়াগঞ্জ শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়ান দুই গায়ক। উল্লেখ্য, গত বছর লন্ডনে এড শিরনের এক কনসার্টে মঞ্চ শেয়ার করেছিলেন অরিজিৎ সিং। দুই শিল্পীর যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। সেই পারফরম্যান্সের পর থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এবার ভারতের মাটিতে সেই সম্পর্কের আরও এক অনন্য নিদর্শন দেখা গেল। তবে বিকালে নৌকা বিহারের পর রাতের শহরে বেশ প্রাণচ্ছল ভাবেই দেখা যায় দুই গায়ক কে। পাশাপাশি নিয়ে যাওয়া হয় অরিজিৎ-এর ষ্টুডিও তেও। রাতে নৈশ আহার করেন অরিজিৎ-এর বাড়িতেই এড শিরন।
advertisement
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh and Ed Sheeran: পৃথিবী কাঁপানো সঙ্গীত শিল্পীকে চাপিয়ে নিলেন বাইকের ব্যাকসিটে, অরিজিৎ ঘুরিয়ে দেখালেন এই জায়গা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement