মালাইকাকে ক্ষমা করতে পেরেছেন? কী বললেন আরবাজ

Last Updated:
#মুম্বই: বিচ্ছেদের পর কেটে গিয়েছে ৩ বছর৷ ডিভোর্সও হয়ে গিয়েছে প্রায় দেড় বছর৷ দুজনেই নিজেদের জীবনে আসা নতুন মানুষদের নিয়ে ব্যস্ত৷ এর মধ্যেই এতদিন পর ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ খান৷
একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ বলেন, একটা সময় ছিল যখন আমি সবসময় চিন্তিত থাকতাম৷ এখন সেই সময় কেটে গিয়েছে৷ তুমি ভুলে যাও বা ক্ষমা করে দাও, তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে৷ যদি তুমি ভুলে যেতে পারো তাহলে তুমি ক্ষমাও করে দিতে পেরেছো৷ যদি ক্ষমা করতে পারো, তাহলে ভুলে হয়তো যাবে না, কিন্তু অন্তত ক্ষমা তো করতে পেরেছো৷
advertisement
মালাইকার সঙ্গে ডিভোর্সের পর জর্জিয়াকে ডেট করছেন আরবাজ৷ জানালেন এখন তিনি জীবনের ভাল সময়ে রয়েছেন৷ "যদি জর্জিয়ার সঙ্গে সম্পর্ক লুকোতেই হতো তাহলে কখনই আমি কখনই জর্জিয়ার সঙ্গে ক্যামেরার সামনে আসতাম না৷ জর্জিয়া আমার জীবনের অংশ এটা বলতে কোনও দ্বিধা নেই আমার৷ যখন একা ছিলাম নিজের জীবন নিয়ে বেশি ভাবতাম না৷ কিন্তু জর্জিয়া আসার পর জীবনটা আবার বদলে গিয়েছে৷"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মালাইকাকে ক্ষমা করতে পেরেছেন? কী বললেন আরবাজ
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement