Rupali Ganguly joins BJP: BJP-তে যোগ দিলেন টিভি তারকা বঙ্গতনয়া রূপালি গঙ্গোপাধ্যায়! বললেন, আমি মোদিজির বড় ভক্ত

Last Updated:

Anupamaa Fame Rupali Ganguly joins BJP: ‘সারাভাই বনাম সারাভাই’ অভিনেত্রী রূপালি মাসখানেক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মার্চ মাসে, রূপালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা নিজেই জানিয়েছিলেন।

বিজেপি-তে যোগাদন রূপালি গঙ্গোপাধ্যায়ের
বিজেপি-তে যোগাদন রূপালি গঙ্গোপাধ্যায়ের
নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন মুম্বইয়ের টেলিভিশন তারকা ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার, ১ মে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ খবরে শিলমোহর দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাঙালি অভিনেত্রী বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। দলের কাছে কৃতজ্ঞ আমি।”
সাংবাদিক সম্মেলনে রূপালির সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন রাজনৈতিক নেতা বিনোদ তাওড়ে এবং অনিল বালুনি। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা সে বিষয়ে ‘অনুপমা’ তারকা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এই বছর সেলুলয়েডের দুনিয়া থেকে কঙ্গনা রানাউত, অরুণ গোভিল বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকাতেই নতুন সংযোজন রূপালি।
advertisement
advertisement
advertisement
‘সারাভাই বনাম সারাভাই’ অভিনেত্রী রূপালি মাসখানেক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মার্চ মাসে, রূপালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা নিজেই জানিয়েছিলেন। খানিক উত্তেজনা এবং খানিক উদ্বেগে ছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupali Ganguly joins BJP: BJP-তে যোগ দিলেন টিভি তারকা বঙ্গতনয়া রূপালি গঙ্গোপাধ্যায়! বললেন, আমি মোদিজির বড় ভক্ত
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement