Rupali Ganguly joins BJP: BJP-তে যোগ দিলেন টিভি তারকা বঙ্গতনয়া রূপালি গঙ্গোপাধ্যায়! বললেন, আমি মোদিজির বড় ভক্ত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupamaa Fame Rupali Ganguly joins BJP: ‘সারাভাই বনাম সারাভাই’ অভিনেত্রী রূপালি মাসখানেক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মার্চ মাসে, রূপালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা নিজেই জানিয়েছিলেন।
নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন মুম্বইয়ের টেলিভিশন তারকা ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার, ১ মে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ খবরে শিলমোহর দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাঙালি অভিনেত্রী বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। দলের কাছে কৃতজ্ঞ আমি।”
সাংবাদিক সম্মেলনে রূপালির সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন রাজনৈতিক নেতা বিনোদ তাওড়ে এবং অনিল বালুনি। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা সে বিষয়ে ‘অনুপমা’ তারকা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এই বছর সেলুলয়েডের দুনিয়া থেকে কঙ্গনা রানাউত, অরুণ গোভিল বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকাতেই নতুন সংযোজন রূপালি।
advertisement
advertisement
#WATCH | Actress Rupali Ganguly joins BJP at the party headquarters in Delhi. pic.twitter.com/CjRafwFd3W
— ANI (@ANI) May 1, 2024
#WATCH | Actress Rupali Ganguly joins BJP at the party headquarters in Delhi
She says, “…When I see this ‘Mahayagya’ of development, I feel that I should also take part in this…I need your blessings and support so that whatever I do, I do it right and good…” pic.twitter.com/x7pT7oq0xB
— ANI (@ANI) May 1, 2024
advertisement
‘সারাভাই বনাম সারাভাই’ অভিনেত্রী রূপালি মাসখানেক আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মার্চ মাসে, রূপালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা নিজেই জানিয়েছিলেন। খানিক উত্তেজনা এবং খানিক উদ্বেগে ছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 1:04 PM IST