Severe Heatwave-Rain News: ঠিক কতদিন ধরে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি! বিপজ্জনক তাপপ্রবাহ থেকে রেহাই দিতে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার জরুরি খবর

Last Updated:
Severe Heatwave-Rain News: শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। একইরকম দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া পরিবর্তনের আশার আলো রয়েছে আগামী রবিবার, ৫ মে। এবং তার পরের দিন, সোমবার, ৬ মে।
1/15
গতকাল, মঙ্গলবার বাংলার ১৩ জেলায় চরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের ১২ জেলা এবং উত্তরবঙ্গের এক জেলায় অতি তীব্র তাপপ্রবাহ ছিল। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৮টি শহরে সিভিয়ার হিট ওয়েভ।
গতকাল, মঙ্গলবার বাংলার ১৩ জেলায় চরম তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের ১২ জেলা এবং উত্তরবঙ্গের এক জেলায় অতি তীব্র তাপপ্রবাহ ছিল। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৮টি শহরে সিভিয়ার হিট ওয়েভ।
advertisement
2/15
কলকাতাতেও মরশুমের প্রথম সিভিয়ার হিট ওয়েভ। সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। যা স্বাভাবিকের তুলনায় ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ৭০ বছরে কলকাতা ৪৩ ডিগ্রি তাপমাত্রা দেখেনি।
কলকাতাতেও মরশুমের প্রথম সিভিয়ার হিট ওয়েভ। সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। যা স্বাভাবিকের তুলনায় ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ৭০ বছরে কলকাতা ৪৩ ডিগ্রি তাপমাত্রা দেখেনি।
advertisement
3/15
উত্তরবঙ্গের শুধুমাত্র একটি জেলার একটি শহরেই চরম তাপপ্রবাহ। মালদহতে মঙ্গলবার সিভিয়ার হিট ওয়েভ ছিল। কিন্তু দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ১২টি জেলার মোট ১৭টি শহরে।
উত্তরবঙ্গের শুধুমাত্র একটি জেলার একটি শহরেই চরম তাপপ্রবাহ। মালদহতে মঙ্গলবার সিভিয়ার হিট ওয়েভ ছিল। কিন্তু দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ১২টি জেলার মোট ১৭টি শহরে।
advertisement
4/15
শুধুমাত্র পশ্চিমের জেলা নয়, উপকূল এবং পূবের দিকের জেলাগুলিতেও চরম তাপপ্রবাহ ছিল এদিন। সিভিয়ার হিট ওয়েভের তালিকায় দক্ষিণবঙ্গের কলকাতা, দমদম, উলুবেড়িয়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, শ্রীনিকেতন, সল্টলেক, ক্যানিং, মগরা, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রাম।
শুধুমাত্র পশ্চিমের জেলা নয়, উপকূল এবং পূবের দিকের জেলাগুলিতেও চরম তাপপ্রবাহ ছিল এদিন। সিভিয়ার হিট ওয়েভের তালিকায় দক্ষিণবঙ্গের কলকাতা, দমদম, উলুবেড়িয়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, শ্রীনিকেতন, সল্টলেক, ক্যানিং, মগরা, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রাম।
advertisement
5/15
এবার এক নজরে দেখে নেয়া যাক কোথায় কেমন তাপমাত্রা ছিল গতকাল। শহরের নাম/ মঙ্গলবার এর সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের থেকে কতটা বেশি- এই অনুযায়ী পর পর লেখা হল।
এবার এক নজরে দেখে নেয়া যাক কোথায় কেমন তাপমাত্রা ছিল গতকাল। শহরের নাম/ মঙ্গলবার এর সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের থেকে কতটা বেশি- এই অনুযায়ী পর পর লেখা হল।
advertisement
6/15
Malda/ 42.6/ 07.6, Darjeeling/ 22.6 /04.0, Coochbehar/ 36.6 /05.7, Jalpaiguri/ 35.7 /03.9, Alipurduar /35.0 /04.1, Kalimpong /25.0 /00.1, Bagdogra /37.2 /05.4, Balurghat /41.0 /06.2
Malda/ 42.6/ 07.6, Darjeeling/ 22.6 /04.0, Coochbehar/ 36.6 /05.7, Jalpaiguri/ 35.7 /03.9, Alipurduar /35.0 /04.1, Kalimpong /25.0 /00.1, Bagdogra /37.2 /05.4, Balurghat /41.0 /06.2
advertisement
7/15
Kolkata/ 43.0/ 07.4, Dum Dum/ 43.0/ 07.0, Uluberia/ 43.0 /09.5, Diamond Harbour /40.0 /05.7, Midnapore /45.5 /08.7, Digha/ 37.3 /04.5, Krishnanagar /44.0 /07.7
Kolkata/ 43.0/ 07.4, Dum Dum/ 43.0/ 07.0, Uluberia/ 43.0 /09.5, Diamond Harbour /40.0 /05.7, Midnapore /45.5 /08.7, Digha/ 37.3 /04.5, Krishnanagar /44.0 /07.7
advertisement
8/15
Bankura /45.1 /07.4, Sriniketan /43.6 /07.2, Berhampur /42.4 /06.0, Saltlake /43.5/ 07.5, Canning /43.6 /08.1, Contai /41.6 /06.0, Haldia /38.5 /04.9, Magra /42.0/ 07.0, Kalaikunda /47.2 /10.4
Bankura /45.1 /07.4, Sriniketan /43.6 /07.2, Berhampur /42.4 /06.0, Saltlake /43.5/ 07.5, Canning /43.6 /08.1, Contai /41.6 /06.0, Haldia /38.5 /04.9, Magra /42.0/ 07.0, Kalaikunda /47.2 /10.4
advertisement
9/15
Burdwan /44.0/ 08.4, Panagarh /45.6 /10.0, Asansol /44.2 /08.9, Purulia /43.7 /05.5, Barrackpur /44.6/ 08.6, Suri /44.4 /08.0, Jhargram /44.0/ 07.2, Sagar Island/ 35.5/ 02.9, Basirhat /41.0 /05.0/
Burdwan /44.0/ 08.4, Panagarh /45.6 /10.0, Asansol /44.2 /08.9, Purulia /43.7 /05.5, Barrackpur /44.6/ 08.6, Suri /44.4 /08.0, Jhargram /44.0/ 07.2, Sagar Island/ 35.5/ 02.9, Basirhat /41.0 /05.0/
advertisement
10/15
কলকাতায় আজ, বুধবারও একইরকমের তাপমাত্রা থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একটু কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, বুধবারও একইরকমের তাপমাত্রা থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একটু কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
11/15
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২১ থেকে ৮৬ শতাংশ।
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২১ থেকে ৮৬ শতাংশ।
advertisement
12/15
শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। একইরকম দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া পরিবর্তনের আশার আলো রয়েছে আগামী রবিবার, ৫ মে। এবং তার পরের দিন, সোমবার, ৬ মে।
শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। একইরকম দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া পরিবর্তনের আশার আলো রয়েছে আগামী রবিবার, ৫ মে। এবং তার পরের দিন, সোমবার, ৬ মে।
advertisement
13/15
৫ আর ৬ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার আশায় বসে আছে বঙ্গবাসী।
৫ আর ৬ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার আশায় বসে আছে বঙ্গবাসী।
advertisement
14/15
৫ মে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টি হতে পারে৷ মোট ৬টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস।
৫ মে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টি হতে পারে৷ মোট ৬টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
15/15
আর ৬ মে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ কলকাতা শহরেও সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আর ৬ মে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ কলকাতা শহরেও সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
advertisement