দিল্লি: বুকে যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক-অভিনেতা অন্নু কাপুর। রবিবার অর্থাৎ তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।
প্রথমে খবর রটেছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন অন্নু। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এই জল্পনা নাকচ করে দেন। হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ জানান, '' আপাতত অন্নু কাপুরের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তিনি সুস্থ হচ্ছেন।''
দিল্লির হাসপাতালে একটি কার্ডিওলজি টিমের তত্ত্বাবধানে ছিলেন অন্নু। সেই টিমের চিকিৎসকরাই তাঁর চিকিৎসা করেছেন। অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আপাতত ভাল আছেন। তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
গত বছর আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন অন্নু। ব্যাঙ্কের KYC জমা দিতে হবে বলে বোকা বানানো হয় অভিনেতা তাঁকে। প্রতারণার ফাঁদে পড়ে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা৷ বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে এক ব্যক্তি ফোন করে তাঁকে ঠকায় বলে অভিযোগ৷ গোটা ঘটনাটি নেটমাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Annu Kapoor, Bollywood