Annu Kapoor: বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে,চিকিৎসার পর স্থিতিশীল অন্নু, ফিরলেন বাড়ি
- Published by:Sanchari Kar
Last Updated:
Annu Kapoor: অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আপাতত ভাল আছেন।
দিল্লি: বুকে যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক-অভিনেতা অন্নু কাপুর। রবিবার অর্থাৎ তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।
প্রথমে খবর রটেছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন অন্নু। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এই জল্পনা নাকচ করে দেন। হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ জানান, '' আপাতত অন্নু কাপুরের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তিনি সুস্থ হচ্ছেন।''
দিল্লির হাসপাতালে একটি কার্ডিওলজি টিমের তত্ত্বাবধানে ছিলেন অন্নু। সেই টিমের চিকিৎসকরাই তাঁর চিকিৎসা করেছেন। অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আপাতত ভাল আছেন। তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
গত বছর আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন অন্নু। ব্যাঙ্কের KYC জমা দিতে হবে বলে বোকা বানানো হয় অভিনেতা তাঁকে। প্রতারণার ফাঁদে পড়ে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা৷ বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে এক ব্যক্তি ফোন করে তাঁকে ঠকায় বলে অভিযোগ৷ গোটা ঘটনাটি নেটমাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 8:32 PM IST