Ankush Hazra: ‘ভাগ্যিস ওয়ালেট ছিল না’..., ভিডিও শেয়ার করে কেন হঠাৎ এমন কথা অঙ্কুশের! নেপথ্যে কে?

Last Updated:

Ankush Hazra: পীযূষ সাহা পরিচালিত ‘কেল্লাফতে’ সিনেমা দিয়েই টলিউডে অভিনেতা হিসেবে পা রেখেছিলেন অঙ্কুশ। যে ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী রূপা দত্ত (Actress Rupa Dutta)।

প্রথম ছবিতে রূপা দত্তের বিপরীতে অঙ্কুশ!
প্রথম ছবিতে রূপা দত্তের বিপরীতে অঙ্কুশ!
#কলকাতা: অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। রসিকতা করতে এই টলিউড অভিনেতার জুড়়ি নেই! নিজেই নিজেকে নিয়ে ঠাট্টা করেন মাঝেমধ্যে। এবার যখন তাঁর প্রথম নায়িকা পকেটমারির (Book Fair PickPocket Case) অভিযোগে গ্রেফতার হলেন, তখন আর চুপ থাকতে পারলেন না অঙ্কুশ।
রবিবার শেষ হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার ঠিক আগের দিনই পকেটমারির অভিযোগে পুলিশের কাছে ধরা পড়েছেন অভিনেত্রী রূপা দত্ত (Actress Rupa Dutta)। সোমবার আদালতে পেশ করা হলে বিধাননগর আদালতের তরফে অভিনেত্রী রূপা দত্তকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর এর ঘণ্টাখানেকর মধ্যেই পকেটমারি-কাণ্ডে ধৃত অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তাঁর প্রথম নায়ক অঙ্কুশ হাজরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, পীযূষ সাহা পরিচালিত ‘কেল্লাফতে’ সিনেমা দিয়েই টলিউডে অভিনেতা হিসেবে পা রেখেছিলেন অঙ্কুশ (Ankush Hazra)। যে ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী রূপা দত্ত। তাঁরও ডেবিউ ছবি ছিল ওই ছবি। সেই অভিনেত্রীই (Actress Rupa Dutta) এবার বইমেলার মতো ভিড়ে ঠাসা জায়গায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছেন। সোমবার সেই ইস্যুতেই মুখ খুললেন অঙ্কুশ। চুরির দায়ে তাঁর প্রথম নায়িকার ঠাঁই হয়েছে শ্রীঘরে (Book Fair PickPocket Case)। আর কী লিখলেন সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ?
advertisement
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
অঙ্কুশ (Ankush Hazra) সোমবার তাঁর প্রথম ছবি ‘কেল্লাফতে’ সিনেমারই একটি গানের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে রসিকতা করে লেখেন, “আমার জীবনের প্রথম সিনেমার কথা আজও মনে পড়ে। যখন আমার কাছে তেমন টাকাও ছিল না আর টাকা রাখার মতো কোনও মানিব্যাগ প্রয়োজনও ছিল না। ভাগ্যিস ছিল না। ঈশ্বরকে ধন্যবাদ।”
advertisement
পোস্টের কোথাও যদিও ধৃত অভিনেত্রী রূপা দত্তর (Actress Rupa Dutta) নাম নেননি টলিউড অভিনেতা। তবে তাঁর ঠাট্টার নিশানা যে কে তা বুঝে নিতে অসুবিধে হয়নি নেটিজেনদের। উল্টে প্রিয় অভিনেতার মন্তব্যে তাঁরাও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মজার মজার তির্যক কথায়। কেউ লিখেছেন, “বেঁচে গেছো”, আবার কারও মন্তব্য, “কী ক্যাপশন রে বাবা" আবার কেউ ইমোজিতে হেসে গড়িয়ে পড়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra: ‘ভাগ্যিস ওয়ালেট ছিল না’..., ভিডিও শেয়ার করে কেন হঠাৎ এমন কথা অঙ্কুশের! নেপথ্যে কে?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement