Viral Video: সামনে একদল 'মাম্মি', কী ভাবে নিজের মা-কে খুঁজে নিল একরত্তি? ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

Last Updated:

Viral Video: ঘোমটায় মুখ ঢাকা চার মহিলার মধ্যে থেকে নিজের মাকে কী ভাবে খুঁজে বের করে খুদে একরত্তি? সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

মা-ছেলের ভাইরাল ভিডিও
মা-ছেলের ভাইরাল ভিডিও
#ভাইরাল ভিডিও: মা-সন্তানের বন্ধন এক অটুট বন্ধন। নাড়ির টান। যে কোনও টানের কাছে যার কোনও তুলনা নেই। মা ও শিশু তাই দুজন দুজনকে ছাড়া যেন কিছুই ভাবতে পারেন না। মায়ের গায়ের গন্ধই শিশুর কাছে সবথেকে কাছের। তাই বোধহয় মাকে চিনে নেওয়ার জন্য শিশুর প্রয়োজন হয় না তাঁর মুখ দেখার। শুধু স্পর্শই মাকে চেনার জন্য যথেষ্ট। ঘোমটায় মুখ ঢাকা চার মহিলার মধ্যে থেকে নিজের মাকে খুঁজে বের করে সেটাই প্রমাণ করল এক খুদে একরত্তি। সেই ভিডিওই (Viral Video) এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
ভাইরাল ভিডিওর (Viral Video) শুরুতেই এক শিশুকে দরজা দিতে ঘরে ঢুকতে দেখা যায়। ঘরেই বিছানায় বসে ছিলেন একইরকম শাড়ি পরা চার মহিলা। সকলেরই পরনে ছিল হলুদ শাড়ি। হাতে চুড়ি। মুখ ঢাকা লম্বা ঘোমটায়। তারা সবাই শিশুটিকে কাছে ডাকছেন হাতের ইশারায়। এক মহিলা শিশুকে কোলে টেনে তুলে নেওয়ার চেষ্টাও করেন। মা ভেবে প্রথমে কোলে উঠতে চেয়েছিল সে। তবে মুহূর্তের মধ্যে ভুল ভাঙে। আবার ওই চার মহিলাকে ভাল করে দেখতে শুরু করে শিশুটি। এরপর সবাইকে অবাক করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই একেবারে শেষে বসে থাকা মহিলার দিকে এগিয়ে যায় সে। মুহূর্তে হাত বাড়িয়ে সোজা মায়ের কোলে উঠে পড়ে সে। মায়ের কোলে বসার পর একগাল হাসি হাসতেও দেখা যায় খুদেকে। সন্তানের জয়ে খুশিতে ভরে ওঠে মায়ের চোখও।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by SFT (@status.fan.tranding)

advertisement
ঘোমটা দিয়ে মুখ ঢাকা চার মহিলার মাঝখান থেকে মাকে খুঁজে বের করার ভিডিওটি শেয়ার করা হয়েছে status.fan.tranding। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি (Viral Video) মন ছুঁয়েছে সকলের। গত ৬ মার্চ পোস্ট করা ভিডিও লাইক, শেয়ার বাড়ছে হু হু করে।
advertisement
একইসঙ্গে ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখে কমেন্ট বক্সে মন্তব্য উপচে পড়ছে নেটিজেনদের। একদিকে যেমন খুদের বুদ্ধির তারিফ করেছেন কেউ কেউ। অন্যদিকে নেটিজেনদের একাংশের মতে, মায়ের গায়ের গন্ধই অন্যরকম। তাই মায়ের মুখ দেখা গেল কিনা, তাতে কিছুই আসে যায় না বলেই দাবি নেটিজেনদের। আপাতত মা এবং ছেলের মিষ্টি লুকোচুরি খেলায় মন মজেছে নেটিজেনদের। ভিডিও দেখে আবেগে ভাসছেন প্রায় সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: সামনে একদল 'মাম্মি', কী ভাবে নিজের মা-কে খুঁজে নিল একরত্তি? ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement