হোম /খবর /বিনোদন /
ঐন্দ্রিলার ছবিতে হাতির কার্টুনের জেরেই ব্লক? তুঙ্গে অঙ্কুশ-স্যান্ডি দ্বন্দ্ব

Ankush Hazra and Sandy Saha: ঐন্দ্রিলার ছবিতে হাতির কার্টুনের জেরেই ব্লক? অঙ্কুশ-স্যান্ডি দ্বন্দ্বে সরগরম টলিপাড়া

স্যান্ডিকে নাকি ফেসবুকে সম্প্রতি ব্লক করে দিয়েছেন অঙ্কুশ, ছবি-ফেসবুক

স্যান্ডিকে নাকি ফেসবুকে সম্প্রতি ব্লক করে দিয়েছেন অঙ্কুশ, ছবি-ফেসবুক

  • Last Updated :
  • Share this:

কলকাতা : টলিউডের বিতর্ক তালিকায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরা বনাম স্যান্ডি সাহা ৷ গুঞ্জন, স্যান্ডিকে (Sandy Saha) ফেসবুকে সম্প্রতি ব্লক করে দিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra) ৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যম তিনি দেখাশোনা করেন না ৷ তার জন্য বিশেষ টিম আছে ৷ তারা করে থাকলে তিনি জানেন না ৷ অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার স্যান্ডির দাবি, তিনি নিশ্চিত অঙ্কুশ নিজেই তাঁকে ব্লক করেছেন ৷

নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেওয়া স্যান্ডির দাবি অঙ্কুশ সত্যের মুখোমুখি হতে পারেন না ৷ কাপুরুষের মতো লুকিয়ে থাকেন ৷ তবে অঙ্কুশের সঙ্গে তাঁর বিবাদ নতুন নয়, সে কথাও স্বীকার করেছেন স্যান্ডি ৷ বরং অভিযোগ, দু’ বছর আগে ২০১৯-এ অঙ্কুশ হুমকি দিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে স্যান্ডিকে কাজ করতে দেবেন না ! স্যান্ডি জানান, তাঁর মোবাইলে কল রেকর্ডিংয়ে সব রেকর্ড করা আছে ৷

তবে এর পর ও তাঁদের সম্পর্ক শুধরে গিয়েছিল ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন স্যান্ডি ৷ পুরনো কথা প্রকাশ না করতে তাঁকে অনুরোদ করেছিলেন অঙ্কুশ ৷ সংবাদমাধ্যমে দাবি স্যান্ডির ৷ কিন্তু এখন যখন তাঁকে ফেসবুকে ব্লক করে দেওয়া হয়েছে, তিনি মখ খুলবেন৷ মত ইউটিউবারের ৷

কিন্তু দু’ পক্ষের বিবাদের উৎস কী? ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়ায় গুঞ্জন, সামাজিক মাধ্যমে স্যান্ডির পরিহাসমূলক মন্তব্য বরদাস্ত করেননি অঙ্কুশ ৷ পরিহাসমূলক এই মন্তব্য অবশ্য স্যান্ডির ভাষায় ‘রোস্ট’৷ ‘এমটিভি রোডিজ’-এ অংশ নেওয়া ইউটিউবার স্বীকার করেছেন তিনি সামাজিক মাধ্যমে আরও অনেককেই ‘রোস্ট’ করেন ৷

কিন্তু অঙ্কুশের ক্ষেত্রে স্যান্ডি কী রোস্ট করেছিলেন? চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ছবি ‘ম্যাজিক’ ৷

অঙ্কুশের পোস্টের নীচে স্যান্ডি ছবি পোস্ট করে বোঝতে চেয়েছেন, কলকাতার কোনও সিনেমাহলে ছবিটি জায়গা পায়নি ৷ চলছে শহরতলির কোনও হল-এ ৷

এখানেই শেষ নয় ৷ সমুদ্রসৈকতে ঐন্দ্রিলার ছবির নীচে হাতির ছবি, অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবির নীচে হাতি ও সাপের কার্টুন, একাধিকবার রোস্ট করেছেন স্যান্ডি ৷

তাঁর কথায়, তিনি আরও অনেকের ক্ষেত্রেই এই ধরনের মন্তব্য করে থাকেন ৷ কিন্তু অঙ্কুশ তাঁর রসিকতা মজার ছলে নিতে অক্ষম বলে মন্তব্য স্যান্ডির ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Ankush Hazra, Sandy Saha