Mirza: প্রেমে মাখামাখি অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইদে আসছে 'মির্জা'! মুক্তি পেল ছবির প্রথম গান
- Published by:Sayani Rana
- Reported by:Manash Basak
Last Updated:
Mirza: অঙ্কুশের নতুন চমক, এবার ইদে আসছে 'মির্জা'। ইতিমধ্যে মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার৷ সকলের মন ছুঁয়ে গিয়েছে এই টিজার৷ "অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স" এর ব্যানারে এই ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর এবার মুক্তি পেল ছবির প্রথম গান।
কলকাতা: অঙ্কুশের নতুন চমক, এবার ইদে আসছে ‘মির্জা’। ইতিমধ্যে মুক্তি পেয়েছিল ছবির অফিসিয়াল টিজার৷ সকলের মন ছুঁয়ে গিয়েছে এই টিজার৷ “অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স” এর ব্যানারে এই ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর এবার মুক্তি পেল ছবির প্রথম গান।
ছবিতে অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। তাঁর বিপরীতে থাকছেন ঐন্দ্রিলা সেন। তিনি মুশকানের চরিত্রে ধরা দেবেন। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। ছবির প্রথম লুকেই বাজিমাত করেছিলেন অঙ্কুশ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম রোমান্টিক গান “ঘালিব”। গানের দৃশ্যেতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। গানটির সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন ঈশান মিত্র।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর
advertisement
ছবিতে অঙ্কুশ -ঐন্দ্রিলা ছাড়াও পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক ও শোয়েব কবীরকে। বলাই বাহুল্য বহুদিন পর এমন অ্যাকশনধর্মী ছবিতে ফিরছেন অভিনেতা অঙ্কুশ৷ ছবির প্রযোজকও স্বয়ং তিনি। প্রযোজক হিসেবে এটাই তাঁর প্রযোজিত প্রথম ছবি। এবার অভিনেতা অঙ্কুশ প্রযোজক হিসেবে কতটা সফল হন সেটাই দেখার। আগামী ৯ এপ্রিল ইদে বড়পর্দায় মুক্তি পাবে ‘মির্জা’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2024 12:37 AM IST