Smart Jodi: সুশান্ত মৃত্যুর ২ বছর পার! স্বামী ভিকির সঙ্গে রিয়েলিটি শোয়ে ফিরছেন অঙ্কিতা লোখান্ডে

Last Updated:

Smart Jodi in Star Plus: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক বছর দেড়েকের মাথায় বিয়ে করেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা।

#মুম্বই: অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন (Ankita Lokhande and Vicky Jain) টেলিভিশনের অন্যতম মিষ্টি জুটি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজেদের সুপার কিউট ছবি দিয়ে ভক্তদের মন মাতিয়ে রাখেন তাঁরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক বছর দেড়েকের মাথায় বিয়ে করেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা। ভিকি আর অঙ্কিতার প্রেমের গল্প সবারই কমবেশি জানা। তবে এবার একসঙ্গে পর্দায় কাজ করতে চলেছেন এই জুটি। অঙ্কিতা এবং ভিকি রিয়েলিটি শো স্মার্ট জোড়িতে (Smart Jodi) অংশ নিতে প্রস্তুত।
advertisement
advertisement
অঙ্কিতা লোখান্ডে ইনস্টাগ্রামে শোয়ের টিজার (Smart Jodi) শেয়ার করে স্বামী ভিকিকে ‘লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন’-এর জগতে স্বাগত জানিয়েছেন। “কখনও জানতাম না যে তুমিও অভিনয় করতে পারো। লাইটস, ক্যামেরা এবং অ্যাকশনের জগতে স্বাগত। আমি নিশ্চিত আমরা একসঙ্গে এই সফর উপভোগ করব এবং চিরকাল সঙ্গে থেকে যাওয়ার মতো সুন্দর স্মৃতি তৈরি করব”, লিখেছেন অঙ্কিতা।
advertisement
পবিত্র রিশতা (Pavitra Rishta) অভিনেত্রীর শেয়ার করা প্রোমোতে ভিকি জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন এবং প্রেমই দেখা গিয়েছে। আইসক্রিম খাওয়া থেকে শুরু করে একসঙ্গে সিনেমা দেখা পর্যন্ত অঙ্কিতা আর ভিকির ‘মেড ফর ইচ আদার’ হয়ে ওঠার গল্পই দেখা যাচ্ছে এতে (Smart Jodi)।
advertisement
আরতি সিং, শাহির শেখ, মোনালিসা, নিশান্ত ভাট, হিমাংশু মালহোত্রা এবং নিশা আগরওয়াল সহ অঙ্কিতার বেশ কয়েকজন বন্ধু এই শোয়ে অংশগ্রহণের জন্য অঙ্কিতাএবং ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্টার প্লাসে স্মার্ট জোড়ি (Smart Jodi) শোটি দেখা যাবে ২৬ ফেব্রুয়ারি থেকে। তবে, এখনও স্মার্ট জোড়ি সম্পর্কে খুব বিশদে তথ্য প্রকাশ করা হয়নি। এই শোয়ে অংশ নিতে প্রস্তুত অন্যান্য দম্পতিরা হলেন গুম হ্যায় কিসিকে প্যায়ার মে খ্যাত নীল ভাট-ঐশ্বরিয়া শর্মা, রাহুল মহাজন-নাতালিতা ইলিনা এবং ভাগ্যশ্রী-হিমালয় দাসান।
advertisement
অঙ্কিতা এবং ভিকি গতবছরের ১৪ ডিসেম্বর মুম্বইতে গাঁটছড়া বাঁধেন। বেশ কিছু সেলিব্রিটিই তাঁদের প্রাক-বিবাহ এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা সোনালি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন অঙ্কিতা। লম্বা ঘোমটা এবং ভারী ঐতিহ্যবাহী গহনায় এই বিশেষ দিনে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে, ভিকি জৈনের পরণে ছিল আইভরি রঙের শেরওয়ানি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Smart Jodi: সুশান্ত মৃত্যুর ২ বছর পার! স্বামী ভিকির সঙ্গে রিয়েলিটি শোয়ে ফিরছেন অঙ্কিতা লোখান্ডে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement