#মুম্বই: হাতে গাঢ় হয়েছে মেহেন্দির রঙ। পরণে ঝলমলে পোশাক। দীর্ঘ অপেক্ষা শেষে আজই বিয়ের পিঁড়িতে বসছেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)। মুম্বইতেই বসছে রাজকীয় (traditional wedding ceremony) বিয়ের আসর। শনিবার ছিল অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও এবং ছবিতে অঙ্কিতার খুশি ধরা পরেছে। রানী রঙা পোশাকে জনপ্রিয় হিন্দি গান 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড'-র সঙ্গে তাঁকে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছে। ঢোলের সঙ্গে অমর দুলিয়েছেন ভিকিও।
মেহেন্দিতে অঙ্কিতার পরনে ছিল রানি রঙা পোশাক। পরিবার এবং খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতিতে বসেছিল মেহেন্দির আসর। অঙ্কিতাকে মেহেন্দি পরিয়েছেন স্বনামধন্য মেহেন্দি শিল্পী বীনা নাগদা।
আরও পড়ুন: মরুভূমির বালিতে মিশেছে শরীর! অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের প্রি-ওয়েডিং ভিডিও ভাইরাল...
View this post on Instagram
View this post on Instagram
অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain) আজ ১২ ডিসেম্বর রাতে সাত পাকে বাঁধা পড়বেন। ১২,১৩ এবং ১৪ ডিসেম্বর...এই তিনদিনে একেবারে রীতি মেনে হবে বিয়ে। তার আগে প্রাক বিয়ের নানা মুহূর্ত সম্পন্ন হয়েছে। অঙ্কিতা লোখান্ডে ভীষণই ধার্মিক এবং ঘরোয়া, এ কথা কারও অজানা নয়। নিয়ম মেনে নানা পুজোয় তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। ফলে বিয়েতেও তিনি কোনও খামতি (traditional wedding) রাখতে চান না। ফলে একেবারে আবুড়োভাত থেকে মেহেন্দি, বিয়ে থেকে রিসেপসন, সবটাই হএ একেবারে নিয়ম মেনে।
আরও পড়ুন: নীল-তৃণার বলিউড কলিং! যশরাজ ফিল্মসের নজরে সেলিব্রিটি জুটি! জানেন কীভাবে?
View this post on Instagram
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় গরীব শিশুদের হাতে ৫০০ টাকা করে দিচ্ছিলেন নেহা ক্ককর! তারপর যে মারাত্বক ঘটনা ঘটল...
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। কানাঘুষো শোনা যাচ্ছিল, বছরের প্রথমের বিয়ে সেরে ফেলবেন দু'জনে। কিন্তু, তাঁদের মুখ থেকে কোনও কিছু জানা যায়নি। মাস খানেক আগে সেই খবরের সত্যতা সামনে আসে। তারপর থেকে শুরু হয় জল্পনা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটয়ে আজই বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankita Lokhande, Vicky jain