Ankita Lokhande-Vicky Jain: ছেলের বউকে পছন্দ ছিল না, বরকে আঁকড়ে বাঁচতে গিয়ে শুধুই গালমন্দ শুনছেন অসহায় অঙ্কিতাকে, ভিকির মা করলেন অপমান

Last Updated:

Ankita Lokhande Vicky Jain Relationship: সম্প্রতি ভিকি জৈনের মা শ্বেতা জৈন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা ভিকি ও অঙ্কিতার বিয়ের পক্ষে ছিলেন না৷ এর পাশাপাশি অঙ্কিতার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলেন তাঁর শাশুড়ি

মুম্বই: বিগ সব সিজন ১৭-এ সবে থেকে বেশি নজর কাড়ছেন অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন৷ অঙ্কিতা একবার বলেছিলেন যে তিনি তাঁর স্বামীর সঙ্গে বিগ বসে যাচ্ছেন যাতে তাঁরা একসঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে পারেন। তবে গত বেশ কয়েকটা এপিসোড দেখার পর মনে হচ্ছে অঙ্কিতার পুরো পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। এই দম্পতি ঝগড়ার জন্যই খবরের শিরোনামে আসছেন৷ সম্প্রতি ভিকি জৈনের মা শ্বেতা জৈন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা ভিকি ও অঙ্কিতার বিয়ের পক্ষে ছিলেন না৷ এর পাশাপাশি অঙ্কিতার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলেন তাঁর শাশুড়ি। এতে অঙ্কিতা-ভিকির সম্পর্কে ফাটল আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে৷
ভিকির মা বিগ বসের ঘরে আসেন এবং বিগ বসে অঙ্কিতার আচরণ সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন করেন৷ যদিও অঙ্কিতা তাঁকে এসব থেকে দূরেই থাকবে বলেন৷ এরপর ভিকির মা সংবাদমাধ্যমকে জানান, অঙ্কিতার সঙ্গে ভিকির বিয়ের বিপক্ষে ছিল তাঁর পরিবার। মুনাব্বরের সঙ্গে অঙ্কিতার বন্ধুত্ব তাঁর পছন্দ নয় বলেও জানান তিনি। যদিও অন্য মেয়েদের সঙ্গে ভিকির মাখোমাখো সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি তিনি, শুধু জানান যে তাঁর ছেলে এসব করতে পারে না৷
advertisement
আরও পড়ুনDharmendra’s Lucky Charm: হেমা তো জীবনে পরে এসেছেন, শুরু থেকে জীবনে যাঁকে ‘পয়মন্ত’ বলে মানতেন ধর্মেন্দ্র… চিনে নিন তাঁকে
অঙ্কিতার শাশুড়ির বক্তব্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন বহু তারকা। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত একটি পোস্ট লিখেছেন। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘মিডিয়া ওঁর সংসার ভাঙার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, অঙ্কিতার শাশুড়ি কী বলছে, সেটাও দেখাচ্ছে। এসব দেখে হাসুন… হা হা খুব মিষ্টি আন্টি, রিয়েলিটি শো আসে এবং যায় কিন্তু পরিবার চিরকাল থাকে, আমি আশা করি আমার বন্ধু অঙ্কিতা বিগ বস জিতুক কিন্তু বিয়ে বলি দিয়ে নয়৷
advertisement
advertisement
advertisement
কঙ্গনা রানাওয়াতের পোস্টের পরে, বিগ বস খ্যাত রশ্মি দেশাই একটি পোস্ট লিখেছেন এবং অঙ্কিতাকে সমর্থন করেছেন। তিনি ভিকির মায়ের সমালোচনা করেছেন। রশ্মি দেশাই লিখেছেন, ‘তোমরা যেমন আছ তেমনই থাক। আমি তোমাকে ভালোবাসি তুমি কে তার জন্য। আপনি অনেক ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন। আপনার ভালবাসা এবং আপনি যাঁকে ভালবাসেন তাঁর অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করেছেন।আপনার নির্ভীক মনোভাব আপনাকে আজ আপনাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে। ভালবেসে সবকিছু মেনে নিয়েছ। আশা করি পরিবার অবশ্যই বুঝতে পারবে যে শোটি শেষ হবে এবং এটি অঙ্কিতা সম্পর্কে নয়। এটা তাঁদের উভয়ের সম্পর্কে৷ সেটা তাঁরা সামলাতে যথেষ্ট তৈরি।…আমি জানি আন্টি তোমার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ভিকি আর অঙ্কিতা আমার বন্ধু। দু’জনেই বিগ বসের প্রতিযোগী। দয়া করে বিগ বস ঘরের বাইরে গেম খেলবেন না। জীবনের আরও অনেক কিছু আছে।…
advertisement
advertisement
advertisement
ঐশ্বরিয়া শর্মাও অঙ্কিতাকে সমর্থন করে একটি পোস্ট লিখেছেন। আমরা আপনাকে বলি যে ঐশ্বরিয়া শর্মা বিগ-এর বাড়িতে অঙ্কিতাকে কখনই পছন্দ করেননি তবে তিনি তাঁকে সমর্থন করেছিলেন। তিনি ভিকির মাকে বলেন, এ ধরনের কথা না বলতে, পুত্রবধূকে মেয়ের মতোই মানতে হবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande-Vicky Jain: ছেলের বউকে পছন্দ ছিল না, বরকে আঁকড়ে বাঁচতে গিয়ে শুধুই গালমন্দ শুনছেন অসহায় অঙ্কিতাকে, ভিকির মা করলেন অপমান
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement