Dharmendra's Lucky Charm: হেমা তো জীবনে পরে এসেছেন, শুরু থেকে জীবনে যাঁকে 'পয়মন্ত' বলে মানতেন ধর্মেন্দ্র... চিনে নিন তাঁকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ধর্মেন্দ্রের জীবনে ছিলেন বিশেষ একজন৷ যাঁকে ধর্মেন্দ্র খুবই লাকি বলে মনে করতেন৷ তাঁর উপস্থিতি ধর্মন্দ্রের ছবির জন্য খুবই ভাল ছবি বলেই আলোচিত৷
বিবাহিত ধর্মেন্দ্রের সঙ্গে হেমার বিয়ের নিয়ে কম জলঘোলা হয়নি৷ তবু সে বিয়ে হয়েছিল এবং সংসার করেছেন দু’জনে৷ তাঁদের দুই মেয়ে রয়েছেন৷ এছাড়াও ধর্মেন্দ্রের প্রতি মীনা কুমারীর দুর্বলতার কথাও সকলের জানা৷ তিনি ধর্মেন্দ্রকে খুবই ভালবাসতেন৷ যদিও সেই প্রেমের কোনও পরিণতি হয়নি৷ ধর্মেন্দ্রও বেশি সাড়া দেননি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সদাশিব মারাঠি ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। কিন্তু হিন্দি ছবিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি এমন ছাপ ফেলেন যে নির্মাতাদের প্রথম পছন্দ হয়ে যান তিনি। অর্ধসত্য ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে৷ যার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। ১৯৯১ সালের হিট ছবি 'সড়ক'-এর মাধ্যমে খলনায়ক হিসেবে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। এতটাই দারুণ ছিল তাঁর অভিনয় যা আজও উদাহরণ হিসেবে তুলে ধরা হয়৷
advertisement
সদাশিব তাঁর ক্যারিয়ারে প্রায় সব সুপারস্টারের সঙ্গেই কাজ করেছেন। এর মধ্যে ধর্মেন্দ্র, গোবিন্দ, অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, সঞ্জয় দত্ত এবং সলমন খান পর্যন্ত নাম রয়েছে। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে তার জুটি দারুণ হিট হয়েছিল। ধর্মেন্দ্র তাঁর স্টাইল খুব পছন্দ করতেন। তার বেশিরভাগ ছবিতেই ভিলেন সদাশিবকে দেখা গিয়েছে। সেই ছবিগুলো হিট৷ এটাও বলা হয় যে ধর্মেন্দ্র তাকে নিজের জন্য 'ভাগ্যবান' ভাবতে শুরু করেছিলেন। এ কারণেই দুজনে দুই-চারটি নয়, ১১টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
advertisement