Ankita Lokhande and Vicky Jain: অঙ্কিতা-ভিকির বিচ্ছেদ? রিয়্যালিটি শো-এর জেরেই কি চূড়ান্ত পদক্ষেপ সুশান্তের প্রাক্তনের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande and Vicky Jain: বুধবারের এপিসোডে বিস্ফোরক দাবি করেছেন ‘পবিত্র রিশতা’র নায়িকা। তাঁর কথায়, তিনি ভিকির সঙ্গে ঘরে ফিরতে চান না। এ সবের সূত্রপাত, নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী আয়েশা খানের সঙ্গে ভিকির কথোপকথন থেকে।
মুম্বই: ঘর ভাঙছে অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের? ‘বিগ বস ১৭’-এ মাঝেমধ্যেই তারকা দম্পতিকে বিবাদে জড়াতে দেখা যায়। কখনও কখনও তা কুৎসিত আকারও নিয়ে নেয়। তারই মাঝে সাম্প্রতিকতম ঘটনায় চিন্তিত ভক্তরা। প্রশ্ন জাগছে, তবে কি রিয়্যালিটি শো-এর পরেই বিচ্ছেদের পথে হাঁটবেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা?
বুধবারের এপিসোডে বিস্ফোরক দাবি করেছেন ‘পবিত্র রিশতা’র নায়িকা। তাঁর কথায়, তিনি ভিকির সঙ্গে ঘরে ফিরতে চান না। এ সবের সূত্রপাত, নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী আয়েশা খানের সঙ্গে ভিকির কথোপকথন থেকে। যেখানে আয়েশা প্রশ্ন করেন ভিকিকে, ‘‘তোমার বৈবাহিক জীবন কেমন চলছে?’’ ভিকি ঠাট্টা করে উত্তর দেন। এক জন বিবাহিত পুরুষের কষ্টযন্ত্রণা নিয়ে কথা বলেন তিনি।
advertisement
advertisement
আর তাতেই আঘাত পেয়েছেন অঙ্কিতা। ভিকিকে তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন তিনি এরকম কথা বলেছেন? ভিকি তাঁকে বলেন, ‘‘আমি কখনওই বলতে পারি না, কেমন অনুভব করছি। বিবাহিতরা, বিশেষ করে পুরুষরা এসবের মধ্য দিয়ে যায়। তারা আসলে বলতে পারে না যে তারা আসলে কী ভাবছে, কীসের মধ্য দিয়ে যায়।’’
advertisement
এর উত্তরেই অঙ্কিতাকে বলেন, ‘‘তুমি যদি এত কষ্ট পাও তাহলে আমার সঙ্গে কেন আছো? চলো ডিভোর্স করেনি। আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যেতে চাই না।’’ এরপর সত্যিই কি তাঁরা একসঙ্গে থাকবেন? নাকি এই সমস্ত বিবাদের জেরে রিয়্যালিটি শো-এর বাইরে রিয়েল লাইফে বিচ্ছেদের পথে হাঁটবেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 12:57 PM IST