ফিরে এলেন অঞ্জন দত্ত, সঙ্গে নতুন ছবির ট্রেলার
Last Updated:
ফিরে এলেন অঞ্জন দত্ত। ফিরে লেন তাঁর প্রিয় ছবির জনারে। আমি আসব ফিরে ছবিতে অঞ্জন দত্ত ফের খুঁজছেন তাঁর শিকড়।
#কলকাতা: ফিরে এলেন অঞ্জন দত্ত। ফিরে লেন তাঁর প্রিয় ছবির জনারে। আমি আসব ফিরে ছবিতে অঞ্জন দত্ত ফের খুঁজছেন তাঁর শিকড়। তৈরি করছেন ছবি আবার আসব ফিরে। জমজমাট কনসার্টের মধ্য দিয়ে মুক্তি পেল ছবির ট্রেলর। অঞ্জন দত্ত ও নীল দত্তের পারফরম্যান্স বুঝিয়ে দিল আবার একটা মিউজিক্যাল ছবির সাক্ষী হতে চলেছে দর্শক।
ফুল ফর্মে অঞ্জন দত্ত। তাঁর তাঁর গানের প্যাসনকে আবার তিনি ফিরিয়ে নিয়ে এলেন আমি আসব ফিরে অ্যালবামে। তবে এখানেই শেষ নয় এই নামে তিনি এক ছবিও তৈরি করে ফেলেছেন। দুইয়ের উদযাপন হলে গানের কনসার্টের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবীর সুমনও। তিনিও অঞ্জনকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন।
advertisement
অ্যালবামের বেশ কয়েকটি গান কম্পোজ করেছেন নীল দত্ত। অ্যালবামের প্রত্যেকটি গান লিখেছেন অঞ্জন দত্ত। অ্যালবামের সঙ্গে তৈরি হচ্ছে ছবিও। যে ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা-কৌশিক সেন ও সৌরসেনী। সব মিলিয়ে ধামাকাটা দিতে তৈরি তিনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2018 4:55 PM IST