‘গান এখন চানাচুরের মতো’, বিশ্ব সঙ্গীত দিবসে অনিন্দ্য বোস

Last Updated:

বিশ্ব সঙ্গীত দিবস ৷ আফ্রিকা থেকে আমেরিকা, কন্যাকুমারি থেকে কানাডা ৷ দেশ, দেশান্তর, সীমানা সব পেড়িয়ে সুরের দিন ৷

#কলকাতা: বিশ্ব সঙ্গীত দিবস ৷ আফ্রিকা থেকে আমেরিকা, কন্যাকুমারি থেকে কানাডা ৷ দেশ, দেশান্তর, সীমানা সব পেড়িয়ে সুরের দিন ৷ গানের দিন ৷ গান, সুর, সঙ্গীত এমন এক বিষয়, যা মানে না কোনও ভেদাভেদ, কোন বিভেদ, কোনও ধর্ম ৷ সুফি থেকে হার্ড রক, কিংবা ব্লুজ ৷ ফিল্মি গান হোক বা রবীন্দ্র সঙ্গীত ৷ সীমানা পেড়িয়ে সঙ্গীত এখন বিশ্ব সাম্রাজ্য ৷ ইন্টারনেট, হোয়াটঅ্যাপস, টরেন্টের যুগে সঙ্গীত এখন একটা ক্লিকের দূরত্বে ৷ সহজ হয়েছে শ্রোতার কাছে পৌঁছনো ৷ বিশ্ব সঙ্গীত দিবসে আজকের এই সময়কে কী চোখে দেখছেন শহরের গায়ক, সঙ্গীত পরিচালকরা? কথা হল বিশিষ্ট শিল্পী ‘শহর’ শ্রষ্ঠা অনিন্দ্য বোসের সঙ্গে ৷
সঙ্গীত এখন অনেকটাই টেকনোলজির ওপর নির্ভরশীল ৷ তা প্রচারের ক্ষেত্রে হোক, কিংবা সঙ্গীত তৈরির ক্ষেত্রে হোক ৷ এই সময়ে দাঁড়িয়ে বিশ্ব সঙ্গীত দিবস সম্পর্কে আপনার মত ?
অনিন্দ্য বোস: প্রথমত বলব, একজন শিল্পীর কাছে আলাদা করে কোনও সঙ্গীত দিবস থাকতে পারে না ৷ কারণ, একজন শিল্পীর রোজ সকালটা শুরু হয় সঙ্গীত দিয়ে, আর রাতটাও শেষ হয় সঙ্গীত দিয়ে ৷ তাই আমার কাছে রোজই সঙ্গীত দিবস ৷ আর টেকনোলজি ব্যাপারটা খুব ভালো বিষয় ৷ এর ভালো ও খারাপ দিক দু’ই রয়েছে ৷ তবে যেহেতু গান, সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, তাই সঙ্গীতের জন্য টেকনোলজি ব্যাপারটা খুবই ক্ষতিকারক ৷ আজ বাঁশি বাজাতে হলে, বাঁশির দরকার পড়ছে না ৷ পিয়নোর সুর দরকার হলে, পিয়ানোর দরকার পড়ছে না ৷ সবই হয়ে যাচ্ছে কিবোর্ডের মধ্যে দিয়ে ৷ গায়কের গলাও টিউন করে দেওয়া হচ্ছে টেকনোলজির সাহায্যে ৷
advertisement
advertisement
আমার মনে হয়, সমস্যাটা শুধুই টেকনোলজি নয়, আমার মনে হয় আজকের গান নিজস্বতা হারিয়েছে, ‘সোললেস’ গান তৈরি হচ্ছে ৷ তাই আজকের তৈরি গান ‘টাইমলেস’ হচ্ছে না ৷ একেবারে চানাচুরের মতো হয়ে হয়ে গিয়েছে ৷ এক মিনিটে সব স্বাদ শেষ !
বিশ্ব সঙ্গীত দিবসে দাঁড়িয়ে একটাই কথা বার বার বলতে চাই ৷ গান চাই, যা মন ছুঁয়ে যাবে ৷ আমারও দায়িত্ব রয়েছে এরকম গান তৈরি করার ৷ শুধু অন্যকে দোষ দিয়ে লাভ নেই ৷ কিন্তু পরের মুহূর্তে ভাবি, কী হবে এম্ন এক গান বানিয়ে, যা টরেন্ট, ইউটিউবের জন্য বিনা পয়সা, বিনা সম্মান ছাড়া, সবার মোবাইল ফোনে ঢুকে হাতের মুঠোয় চলে যাবে ! তবে এই সমস্যা অনেক বড় ৷ অল্প কথায় হবে না ৷ তাই ছোট্ট করে বলি, বিশ্ব সঙ্গীত দিবসে আমি খুঁজছি গানের নিজস্বতা ৷ বিশ্ব সঙ্গীত দিবসে আমার অভিমান বাংলা গানের পুরনো দিন হারিয়ে গেল ৷ আমার আবদার, প্লিজ লাইভ মিউজিক আবার ফিরিয়ে আনা হোক !
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘গান এখন চানাচুরের মতো’, বিশ্ব সঙ্গীত দিবসে অনিন্দ্য বোস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement