Anil Kapoor on Kangana Ranaut: কঙ্গনার জন্য স্ত্রী সুনীতাকেও...! পত্নীনিষ্ঠ অনিলের মন কি অন্য দিকে ঘুরে গেল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anil Kapoor on Kangana Ranaut: করণের এই প্রশ্নের উত্তর দিতে একেবারেই সময় নেননি অনিল। মজার সুরে অভিনেতা জানান, কঙ্গনার জন্য স্ত্রী সুনিতার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারেননি তিনি।
কলকাতা: বলিউডে পত্নীনিষ্ঠ নায়কদের তালিকায় অনিল কাপুরের নাম বরাবরই উপরের দিকে। সুদীর্ঘ কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন। সেই রসায়ন নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। কিন্তু ব্যক্তিজীবনে তার আঁচ পড়েনি কখনও। এ হেন অনিল একবার এক বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন। তিনি বলেছিলেন, এক নায়িকার জন্য নিজের স্ত্রী সুনিতা কাপুরকেও ছেড়ে দিতে পারেন অনায়াসে।
সে বহু বছর আগের কথা। ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে অতিথি হয়ে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় দত্ত এবং কঙ্গনা রানাউত। বিতর্কের খোঁজে তারকাদের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন করণ। অনিলের কাছে তিনি জানতে চান, কোন নারীর জন্য নিজের স্ত্রীকেও ছেড়ে দিতে পারেন অভিনেতা? করণের এই প্রশ্নের উত্তর দিতে একেবারেই সময় নেননি অনিল। মজার সুরে অভিনেতা জানান, কঙ্গনার জন্য স্ত্রী সুনিতার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারেননি তিনি।
advertisement
নিছক মজার সুরে অনিল এই মন্তব্য করলেও তা নিয়ে চর্চা কম হয়নি। ‘কফি উইথ করণ’-এর সেই পুরনো ভিডিও ফের ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। অনিলের এ হেন আচরণে অসন্তুষ্ট নেটিজেনদের একাংশ। অনিল যে তাঁর অন্য সহকর্মীদের নিয়ে এ ধরনের বেফাঁস মন্তব্য করেছেন, সে কথা তুলে ধরেছেন অনেকে।
advertisement
advertisement
‘তেজ’, ‘নো প্রবলেম’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অনিল এবং কঙ্গনা। এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুই তারকা। তবে এর পর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 9:13 AM IST