Aneek Dhar: জামাইষষ্ঠীর রাজসিক ভোজ এবং তার ক্যাপশন পোস্ট করে ট্রোলড শিল্পী

Last Updated:
কলকাতা : ‘ভাবছি...আর কতো খাবো!’ এই ক্যাপশন নিয়েই বিপত্তি৷ সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন অনীক ধর ৷ জামাইষষ্ঠী উদযাপনের ছবিতে নেটিজেনদের কাছে সমালোচিত হচ্ছেন গায়ক ৷
বুধবার জামাইষষ্ঠীর তিথিতেই ছবি শেয়ার করেছিলেন গায়ক৷ সাদা কারুকাজ করা মেরুন পাঞ্জাবী পরেছিলেন অনীক ৷ তাঁর সামনে কাঁসা পিতলের বাসনে সাজানো ছিল রাজসিক ভোজন ৷ গলদা চিংড়ি, মাংস থেকে মাছের মুড়ো ৷ সাজানো ছিল সাদা ভাত ঘিরে ৷ টেবিল জুড়ে রাজসিক ভোজের সামনে বিস্ফোরিত নয়নে বসে ছিলেন অনীক ৷ তাঁর শরীরী ভাষাতেও বিস্ময় ও মুগ্ধতা স্পষ্ট ৷ এ ছাড়াও অনীক একটি খাবারের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তার ক্যাপশন তিনি দিয়েছিলেন ‘উফ! খেতে খেতে আমি শেষ!’
advertisement
advertisement
কিন্তু নেটিজেনদের আপত্তি তাঁর মূলত তাঁর ক্যাপশন এবং কিছুটা ছবি নিয়েও ৷ অতিমারি ও ইয়াসবিধ্বস্ত সময়ে অনীকের এই পোস্ট অমানবিক ৷ মত নেটিজেনদের একাংশের ৷
তবে অনেকেই অনীকের পাশেও দাঁড়িয়েছেন ৷ তাঁরা মনে করিয়ে দিয়েছেন শিল্পী নিজেও এই পরিস্থিতিতে যথেষ্ট মানবিক কাজ করেছেন ৷ ফলে নেটিজেনরা কার্যত অনীকের পক্ষে বিপক্ষে চলে গিয়েছেন ৷ অনীক নিজে অবশ্য এই বিতর্কে কোনও উত্তর দেননি ৷
advertisement
তবে আজ ট্রোলড হওয়া অনীকই কিছু দিন আগে নেটমাধ্যমে প্রশংসিত হয়েছিলেন ৷ সে বার তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কোভিড পরিস্থিতিতে নিখরচায় খাবার বিলিবন্টনের ব্যবস্থা করছেন ৷ সেই খাবার তিনি নিজের উদ্যোগে পৌঁছে দিয়েছিলেন কোভিড আক্রান্তদের ঘরে ঘরে ৷ সে দিন তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন নেটিজেনরা ৷ কিন্তু জামাইষষ্ঠীর দিন অনীকই ট্রোলড হলেন খাবারের ছবি ও ক্যাপশন পোস্ট করে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek Dhar: জামাইষষ্ঠীর রাজসিক ভোজ এবং তার ক্যাপশন পোস্ট করে ট্রোলড শিল্পী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement