Anant Ambani Radhika Merchant Pre Wedding: জামনগরে রিহানা, অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক গায়িকার

Last Updated:

Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিংয়ে বিশেষ পারফরম্যান্স থাকবে আন্তর্জাতিক তারকা গায়িকা রিহানার। ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছেন রিহানা।

জামনগরে রিহানা
জামনগরে রিহানা
জামনগর: জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠানের রিহার্সালও শুরু হয়েছে। অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিংয়ে বিশেষ পারফরম্যান্স থাকবে আন্তর্জাতিক তারকা গায়িকা রিহানার। ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছেন রিহানা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিহানার ভিডিও। গ্র্যান্ড প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য বিমানবন্দরে নামার পরই রিহানাকে দেখা যায় পাপারাৎজিদের ক্যামেরার লেন্সবন্দি হতে। শাটল গাড়িতে উঠতে দেখা যায় রিহানাকে। প্রি ওয়েডিংয়ে পারফরম্যান্স রয়েছে গায়িকার। কালো ফুলহাতা টপ ও খয়েরি স্কার্টে দারুণ দেখাচ্ছিল রিহানাকে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!
অনন্ত-রাধিকার আনন্দে সামিল হতে ইতিমধ্যেই জামনগরে পা দিয়েছেন আমেরিকান গায়ক জে ব্রাউন এবং জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের মিউজিক্যাল ডিরেক্টর অ্যাডাম ব্ল্যাকস্টোন। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিও-য় দেখা যায় যে, সাদা রঙের হুডি এবং বেইজ কার্গোতে কুল এবং ক্যাজুয়াল অবতারে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন মার্কিন গায়ক জে ব্রাউন। আর অন্য দিকে, ব্ল্যাকস্টোন বেছে নিয়েছিলেন অল-ব্ল্যাক লুক।
advertisement
আরও পড়ুন: জোরকদমে অনন্ত-রাধিকার বিয়ের প্রস্তুতি, প্রি ওয়েডিংয়ে শাহরুখের বিশেষ নাচ! ভিডিও ভাইরাল
পাশাপাশি অনুষ্ঠানে অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো ভারতীয় তারকাদেরও পারফর্ম করার কথা রয়েছে। বৃহস্পতিবারই জামনগর পৌঁছেছেন জনপ্রিয় বার্বাডিয়ান গায়িকা রিহানার টিম। বিমানবন্দরে পানীয় এবং লাড্ডু দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। বর্তমানে ইন্টারনেটে জামনগর বিমানবন্দরের বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে নামীদামি বিশ্ববরেণ্য অতিথিদের গুজরাতের এই শহরে পা রাখতে দেখা যাচ্ছে। আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছেন সলমন খান, জাহ্নবী কাপুর এবং মণীশ মালহোত্রার মতো বলিউড তারকারাও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Radhika Merchant Pre Wedding: জামনগরে রিহানা, অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক গায়িকার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement