Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Bash: কালো পোশাকে ধরা দিলেন মানুষী! জামনগরে পৌঁছতেই ভাইরাল নায়িকা!

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Bash: মানুষী চিল্লরের ভিডিও তুমুল ভাইরাল! পৌঁছলেন জামনগর! দেখুন

জামনগর:  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট প্রাক বিবাহ উৎসব অয়োজিত হতে চলেছে গুজরাটের জামনগরে! বলাই বাহুল্য, এটি একটি তারকাখচিত অনুষ্ঠান হবে যেখানে বহু সেলিব্রিটি উপস্থিত থাকবেন, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে শহরে আসতে শুরু করেছেন।
বুধবার জামনগর পৌঁছতেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন মানুষী চিল্লার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে অভিনেত্রীকে কালো পোশাকে পোজ দিতে দেখা গেছে। তিনি ম্যাচিং প্যান্ট এবং বুটের সঙ্গে একটি কালো টপ পরেছিলেন। খোলা চুলে মানুষী মোহময়ী হয়ে উঠেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়!
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং উৎসব হবে ১-৩ মার্চ। মানুসি ছাড়াও অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান এবং রজনীকান্তের মতো ভারতীয় সেলিব্রিটিরা নিজ নিজ পরিবারের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেবেন। প্রি-ওয়েডিং উৎসবে যোগ দিতে জামনগরে যাচ্ছেন সলমন খানও। স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে প্রি-ওয়েডিং সেলিব্রেশনে হাজির থাকবেন অক্ষয় কুমারও।
advertisement
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অজয় দেবগন, কাজল, সাইফ আলি খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং কারিশমা কাপুর। চাঙ্কি পান্ডে, বনি কাপুর এবং অনিল কাপুরও তাদের পরিবারের সঙ্গে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। স্বামী ড. শ্রীরাম নেনের সঙ্গে প্রি-ওয়েডিং উৎসবে হাজির হবেন মাধুরী দীক্ষিত। উপস্থিত থাকবেন আদিত্য চোপড়া ও রানি চোপড়াও।
advertisement
২০২৩ সালের ১৯ জানুয়ারি মুম্বাইয়ে গোল ধানা অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত ও রাধিকা । গোল ধানার আক্ষরিক অর্থ ধনিয়া বীজ এবং গুড়, যা অনুষ্ঠানে অতিথিদের বিতরণ করা হয়। গুজরাটি বিয়েতে এই অনুষ্ঠান একটি বাগদানের প্রতিনিধিত্ব করে। কনে এবং তার পরিবার মিষ্টি এবং উপহার নিয়ে বরের বাড়িতে উপস্থিত হয়। এবার বসতে চলেছে এই জুটির প্রাক বিবাহ অনুষ্ঠান!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Bash: কালো পোশাকে ধরা দিলেন মানুষী! জামনগরে পৌঁছতেই ভাইরাল নায়িকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement