হোম /খবর /বিনোদন /
কেমন আছেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য? ছবি পোস্ট করে জানালেন বিগ বি !

কেমন আছেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য? ছবি পোস্ট করে জানালেন বিগ বি !

সেই সুস্থতার খবর জানিয়েই, সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো এক ছবি আপলোড করলেন অমিতাভ

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা ৷ বচ্চন পরিবারের এই ৪ জনেই ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷ তবে প্রথমে করোনা আক্রান্ত হয়ে এবং কম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক ৷ ঐশ্বর্য ও আরাধ্যাকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ তবে শারীরিক অবস্থার অবণতি হওয়ায় ঐশ্বর্য ও আরাধ্যা দু’জনই ভর্তি হন নানাবতীতে ৷

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন সুস্থই আছেন বচ্চন পরিবারের এই ৪ জন ৷ সেই সুস্থতার খবর জানিয়েই, সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো এক ছবি আপলোড করলেন অমিতাভ ৷
View this post on Instagram

We see your love .. we hear your prayers .. we fold our hands 🙏🙏🙏🙏 .. in gratitude and thanks !

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

সেই ছবি আপলোড করে বিগবি লিখলেন, ‘আপনাদের ভালোবাসা দেখতে পেলাম, আপনাদের প্রার্থনা শুনতে পেলাম ৷ হাত জড়ো করে আপনাদের ধন্যবাদ দিতে চাই ৷ ’
Published by:Akash Misra
First published:

Tags: Amitabh Bachchan