Amitabh Bachchan-Mahabharat: ‘মহাভারত’ বাড়িতে রাখতেই চাইলেন না ‘বিগ বি’! কোথায় গেল ‘কল্কি’ খ্যাত অশ্বত্থামার মহাভারত!!

Last Updated:

Amitabh Bachchan-Mahabharat: ‘মহাভারত’ এর বই নিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেন বিগ বি৷ তিনি তাঁর ব্লগে প্রকাশ করেছেন, বইটি বাড়ি আসার পরে তিনি একটু ভয় পান৷ এমন একটা পবিত্র বইকে তিনি বাড়িতে রাখতে চাননি৷

সম্প্রতি ‘কল্কি’ বক্স অফিসে তুমুল ব্যবসা করে করে নিয়েছে৷ সেখানে অমিতাভ বচ্চনের অভিনয় নিয়েও তুমুল প্রশংসা হয়েছে৷
সম্প্রতি ‘কল্কি’ বক্স অফিসে তুমুল ব্যবসা করে করে নিয়েছে৷ সেখানে অমিতাভ বচ্চনের অভিনয় নিয়েও তুমুল প্রশংসা হয়েছে৷
মুম্বই: সম্প্রতি ‘কল্কি’ বক্স অফিসে তুমুল ব্যবসা করে করে নিয়েছে৷ সেখানে অমিতাভ বচ্চনের অভিনয় নিয়েও তুমুল প্রশংসা হয়েছে৷ তিনি এই সিনেমায় অভিনয় করার আগে বলিউডের ‘বিগ বি’ মহাভারত পড়তে চায়৷
‘মহাভারত’ এর বই নিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেন বিগ বি৷ তিনি তাঁর ব্লগে প্রকাশ করেছেন, বইটি বাড়ি আসার পরে তিনি একটু ভয় পান৷ এমন একটা পবিত্র বইকে তিনি বাড়িতে রাখতে চাননি৷
advertisement
কল্কি নিয়ে দেশের বিভিন্ন মহলে আলোচনার শেষ নেই৷ তিনি লিখেছেন, “রেকর্ডিং শেষ হল৷ বিভিন্ন অধ্যায়ের পর ‘কল্কি’ নামক যে অধ্যায়টা রয়েছে তা পুরাণের অনেক রহস্যকে উন্মোচন করে৷’’
advertisement
তিনি মহাভারত সম্বন্ধে আরও লেখেন, “আমাদের ধর্মগ্রন্থগুলি থেকে সত্যিই অনেক কিছু শেখার আছে৷ আমি নিজেই অনেক কিছু শিখছি৷ মহাভারতকে ভাল করে জানতে চেয়েছি৷ আমাদের পুরাণকে আরও ভাল করে জানা উচিত৷ সেইজন্যই মহাভারতের বেশ কয়েকটা খণ্ড অর্ডার করেছিলাম৷ যখন বইটা আসে বুঝতে পারলাম, এই ধরনের পবিত্র ধর্মগ্রন্থ বাড়িতে রাখা উচিত নয়৷ তাই লাইব্রেরিতে রেখে দিয়েছি৷”
advertisement
অমিতাভ বচ্চন ‘কল্কি’ তে অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করেছিলেন। এর জন্য সিনিয়র অভিনেতা ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। এই সিনেমাটি বক্স অফিসের কালেকশনের নিরিখে ব্যাপক সফল হয়েছে৷
১৫ দিনের মধ্যেই শুধু মাত্র ভারতেই ছবিটি প্রায় ৫৪৩.৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবিটি প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছে৷ মনে করা হচ্ছে ছবিটি প্রায় বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসা করার দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, এর পরের পার্টেও আবার ফিরবেন বলিউডের বিগ বি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan-Mahabharat: ‘মহাভারত’ বাড়িতে রাখতেই চাইলেন না ‘বিগ বি’! কোথায় গেল ‘কল্কি’ খ্যাত অশ্বত্থামার মহাভারত!!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement