হোম /খবর /বিনোদন /
মায়ের স্মৃতিচারণায় বিগবি, নস্ট্যালজিক হয়ে তুলে ধরলেন ছোটবেলার মুহূর্ত

মায়ের স্মৃতিচারণায় বিগবি, নস্ট্যালজিক হয়ে তুলে ধরলেন ছোটবেলার মুহূর্ত

সুপারস্টার অমিতাভ বচ্চন তাঁর মা তেজি বচ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেয়ার করেছেন তাঁর ছেলেবেলার এই ছবিটি৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সুন্দর শান্ত চেহারার এক বালক দাঁড়িয়ে আছে তার মা আর ভাইকে নিয়ে৷ সোমবার রাতে এমনই একটি মিষ্টি, সাদা-কালো ছবি পোস্ট করলেন বিগ-বি৷ ছবির ক্যাপশনে স্পষ্ট হল বিষয়টি৷ সুপারস্টার অমিতাভ বচ্চন তাঁর মা তেজি বচ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেয়ার করেছেন তাঁর ছেলেবেলার এই ছবিটি৷নস্টালজিক হয়ে স্মৃতির ডায়েরি থেকে সকলের সঙ্গে একটি মুহূর্ত শেয়ার করলেন বিগ বি ৷ মা এবং ভাই অজিতাভ বচ্চনের সঙ্গে সেই ছবির ক্যাপশনে লিখলেন, ‘মা এবং ভাইয়ের সঙ্গে সেই বিশেষ মুহূর্ত যখন জীবনের প্রথম বুশ শার্ট পেয়েছিলাম।সুপারস্টার অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন ছিলেন একজন সমাজকর্মী৷ কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চনকে বিয়ে করেছিলেন তিনি৷তাঁদের দুই সন্তান অমিতাভ ও অজিতাভ । তাঁর পুত্র অমিতাভ বচ্চনকে নিয়ে তিনি যশ চোপড়ার ‘কভি কভি’ তে একটি ক্যামিওর চরিত্রে অভিনয় করেন৷ ২০০৭ সালের ২১ ডিসেম্বর ৯৩ বছর বয়সে তিনি মারা যান৷এর আগেও অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের সাথে শেয়ার করেছেন বহু পুরোনো ছবি৷ কয়েক সপ্তাহ আগে, তিনি নিজের অপর একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছিলেন যার ক্যাপশনে তিনি লেখেন, "এমন একটি চলচ্চিত্র যা কখনও তৈরি হয় নি ..৷ দেখে নিন পোস্টটি:

বলিউডের শাহেনশাহকে সর্বশেষ দেখা গিয়েছে সুজিত সরকারের ‘গুলাবো-সীতাবো’-তে, সহ-অভিনেতা ছিলেন আয়ুষ্মান খুরানা। জুন মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ছবিটি৷এখন তাঁর পাইপলাইনে আছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’,যার সহ অভিনেতা আলিয়া ভাট ও রণবীর কাপুর৷এছাড়াও ‘চেহেরে’, যেখানে তাঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন ইমরান হাশমী৷

গত মাসে বিগ বি ‘মে ডে’ নামে একটি ছবিতে সাইন করেছেন৷ অজয় দেবগণের পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন রাকুল প্রীত সিং ও বিখ্যাত ইউটিউবার ক্যারিমিনাতি৷ বর্তমানে টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতির সিজন ১২ এর হোস্টিং করছেন তিনি।

Published by:Simli Dasgupta
First published:

Tags: Amitabh Bacchan, Bollywood