‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan on Abhishek Bachchan : ট্যুইটার হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন অভিষেকের ছবি ৷ সেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন জুনিয়র বচ্চন ৷
মুম্বই : ছেলের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন ৷ সামাজিক মাধ্যমে অভিষেক ও তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিগ বি ৷ তিনি ছেলের জন্য গর্বিত, অকপটে জানিয়েছেন সে কথা ৷ সম্প্রতি মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক সম্মানিত হয়েছেন ‘লিডারশিপ ইন সিনেমা’ পুরস্কারে ৷ তার পরই ছেলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অমিতাভ ৷ ট্যুইটার হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন অভিষেকের ছবি ৷ সেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন জুনিয়র বচ্চন ৷ ক্যাপশনে লিখেছেন ‘‘আমার গর্ব...আমার পুত্র..তোমাকে ভালবাসি ভাইয়ু...’’ সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি ৷
সম্মাননীয় এই পুরস্কারের ত্রয়োদশতম আসর শুরু হয়েছে গত ১২ অগাস্ট ৷ চলবে ৩০ অগাস্ট পর্যন্ত ৷ মঙ্গলবার পুরস্কার ঘোষণা করা হয় মেলবোর্নে ৷ পুরস্কার পেয়ে অভিষেক বলেন ‘‘ এই পুরস্কার পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি ৷ ’’ ভিক্টোরিয়ান সরকার ও চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান৷ আরও বলেন ‘‘যদিও এই পুরস্কার সেরা অভিনেতার জন্য নয় ৷ কিন্তু আমি নিশ্চিত খুব তাড়তাড়ি এই মঞ্চে ফিরে আসব সেরা অভিনেতার পুরস্কার নিতে৷ আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি এই পুরস্কার আমি পাবও ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : পরম যত্নে স্ফীতোদরে স্পর্শ করণের, বিয়ের ৬ বছর পর মা হতে চলেছেন বিপাশা
এর আগে অমিতাভ অনেক বার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের প্রশংসা করেছেন ৷ কিন্তু মাঝে মাঝেই তিনি ট্রোলড হয়েছেন ৷ অভিষেকের ‘দশভি’-র প্রচারের সময় তাঁকে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল ৷ শেষে ট্রোলারদের মুখ বন্ধ করার জন্য ক্ষুব্ধ অমিতাভ লেখেন হ্যাঁ, তিনি প্রচার করছেন ৷ প্রচুর প্রচার করছেন ৷ তাতে কে কী করবে?
advertisement
T 4243 - जी हाँ हुज़ूर, मैं करता हूँ : बधाई, प्रचार, मंगलाचार !!! क्या कर लोगे ~ ??
— Amitabh Bachchan (@SrBachchan) April 6, 2022
আরও পড়ুন : পেলব দেহে নামমাত্র পোশাক, শামা সিকন্দরের বিকিনি-রূপ যেন উষ্ণতার পরশ, রইল অ্যালবাম
এদিকে অমিতাভ আবার ফিরে এসেছেন তাঁর রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সেশন নিয়ে ৷ ‘গুডবাই’, ‘উঁচাই’, ‘প্রজেক্ট কে’, ‘ব্রহ্মাস্ত্র’-সহ তাঁর একাধিক ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ অন্যদিকে অভিষেককে দেখা যাবে আর বাল্কির ‘ঘুমর’ ছবিতে ৷ তিনি ছাড়াও ছবিতে অভিনয় করছেন সাইয়ামি খের, শাবানা আজমি এবং অঙ্গদ বেদি৷ শোনা গিয়েছে এ ছবিতে অমিতাভকেও দেখা যাবে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 11:39 AM IST