পরম যত্নে স্ফীতোদরে স্পর্শ করণের, বিয়ের ৬ বছর পর মা হতে চলেছেন বিপাশা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bipasha Basu Pregnancy: ইতিমধ্যেই বিপাশার পোস্ট ভেসে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছায় ৷ পোস্টের ছবিটিও মনকাড়া
মুম্বই : বলিউডে ফের মাতৃত্বের সুর ৷ মা হতে চলেছেন বিপাশা বসু ৷ তাঁদের সংসারে নতুন অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন বিপাশা ও করণ সিং গ্রোভার৷ ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন "একটা নতুন সময়। একটা নতুন পর্ব। একটা নতুন আলো জীবনের প্রিজমে যোগ করল নতুন মাত্রা। আগের থেকে আরও অনেকটা পূর্ণবৃত্ত হলাম আমরা।" জীবনের এই মাহেন্দ্রক্ষণে বিপাশা ফিরে গিয়েছেন পুরনো দিনে। ফিরে গিয়েছেন করণের সঙ্গে আলাপের আগের পর্বে। তাঁরা একাই জীবন শুরু করেছিলেন একার পথে। তার পর দেখা হল একে অন্যের সঙ্গে। এক থেকে দুই হলেন তাঁরা । এ বার দুই থেকে তিন হবেন । তাঁদের ভালবাসার প্রতীক হিসেবে জীবনবৃত্তে আসবে তাঁদের সন্তান। নিঃশর্ত ভালবাসা, শুভেচ্ছা ও প্রার্থনার জন্য সকল হিতৈষীকে বঙ্গসুন্দরী ধন্যবাদ জানিয়েছেন। আর এক বঙ্গললনার মতো বিপাশাও নিজের পোস্টের শেষে লিখেছেন "দুর্গা দুর্গা"৷
ইতিমধ্যেই বিপাশার পোস্ট ভেসে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছায় ৷ পোস্টের ছবিটিও মনকাড়া ৷ সেখানে স্ত্রীর স্ফীতোদর পরম যত্নে স্পর্শ করে আছেন করণ সিং গ্রোভার ৷ করণের সঙ্গে বিপাশার প্রথম পরিচয় ২০১৫ সালে, অ্যালোন ছবির শ্যুটিঙে ৷ বাঙালি রীতিনীতি মেনে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন ২০১৬-র এপ্রিলে ৷ এর পর তাঁদের রিসেপশন পার্টিতে বসেছিল বলিউডি তারকাদের চাঁদের হাট ৷ এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন 'ডেঞ্জারাস' ওয়েবসিরিজেও ৷
advertisement
advertisement
advertisement

সুপারমডেল বিপাশার বড় পর্দায় হাতেখড়ি ২০০১ সালে, 'আজনবী' ছবিতে ৷ তবে বিপাশা বেশি নজর কেড়েছিলেন ধুম২, জিসম, ফির হেরাফেরি, দম মারো দম, রেস, ওমকারা. বচনা অ্যায় হসিনো, রাজ ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয়ের জন্য ৷ অন্যদিকে করণ নিজেও বিনোদন জগতে টেলিভিশনের মুখ হিসেবে জনপ্রিয় ৷ তিনি দিল মিল গয়ে, কবুল হ্যায়, কিতনি মস্ত হ্য়ায় জিন্দগী, দিল দোস্তি ডান্স-সহ একাধিক শোয়ের অংশ ছিলেন ৷ করণের প্রেমে পড়ার আগে বিপাশা দীর্ঘ দিন ছিলেন জন আব্রাহামের প্রেয়সী ৷ দুজনের সম্পর্ক দানা বাঁধে ২০০৩ সালে, জিসম ছবিতে কাজের সময় ৷ এক দশক পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 1:17 PM IST