Amitabh Bachchan on Operation Sindoor: ১৮ দিন পর অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য অমিতাভের, তবে নাম উহ্য প্রধানমন্ত্রী মোদির! নতুন করে শুরু বিতর্ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan on Operation Sindoor: মধ্যরাতে রহস্যজনক নম্বর লেখা পোস্ট ছাড়া ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্যই করেননি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। অবশেষে শনিবার রাতে এক্স হ্যান্ডেলে লিখলেন বিগ বি।
কলকাতা: পহেলগাঁওতে জঙ্গিহামলার পর কেটে গিয়েছে ১৮ দিন। মধ্যরাতে রহস্যজনক নম্বর লেখা পোস্ট ছাড়া কোনও মন্তব্যই করেননি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। অবশেষে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর শনিবার রাতে এক্স হ্যান্ডেলে লিখলেন বিগ বি।
বাবা কবি হরিবংশ রাই বচ্চনের কবিতার লাইন ধার করে অমিতাভ পহেলগাঁও হামলায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ালেন, সহমর্মিতা জানালেন। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে অপারেশন সিঁদুরের কথা লিখলেন। তবে নাম উহ্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
advertisement
advertisement
T 5375 –
छुट्टियाँ मानते हुए, उस राक्षस ने, निर्दोष पति पत्नी को बाहर खींच कर, पति को नग्न कर, उसके धर्म की पूर्ति करने के बाद , उसे जब गोली मारने लगा, तो पत्नी ने, घुटने पे गिर कर, रो रो अनुरोध करने के बाद भी, की उसके पति को न मारो ; उसके पति को उस बुज़दिल राक्षस ने, बेहद…— Amitabh Bachchan (@SrBachchan) May 10, 2025
advertisement
অমিতাভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ছুটির অবসরে, ওই রাক্ষস, নির্দোষ স্বামী-স্ত্রীকে বাইরে টেনে এনে, স্বামীকে নগ্ন করে, তাঁর ধর্ম ষাচাই করার পর, যখন তাঁকে গুলি করতে শুরু করল, তখন স্ত্রী হাঁটু গেড়ে বসে অনুরোধ করল, তাঁর স্বামীকে যেন না মারা হয়; কিন্তু সেই নির্বোধ রাক্ষস তাঁর স্বামীকে খুবই নির্মম ভাবে গুলি করে তাঁকে বিধবা করে দিল!! স্ত্রী যখন বলল, ‘আমাকেও মেরে দাও!’ তখন রাক্ষস বলল, ‘না, তুই গিয়ে, ‘…’ কে বলবি!’
advertisement
ওই মেয়েটির মনের অবস্থার সঙ্গে মিলিয়ে আমার পূজনীয় পিতার একটি কবিতার পংক্তি মনে পড়ছে: ধরা যাক সেই মেয়ে ‘…’-র কাছে গেল, আর বলল:
‘হ্যায় চিতা কী রাখ কর ম্যায়, মাঙ্গতি সিন্দুর দুনিয়া’…(বাবার পংক্তি)
তো ‘…’ দিয়ে দিলেন সিঁদুর!!!
অপরেশন সিঁদুর!!!”
আরও পড়ুন: ঝলসানো গরমে প্রাণ ওষ্ঠাগত, ৮ জেলায় কাঁপিয়ে আসছে ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা! আবহাওয়ার বড় খবর
তবে এ পর্যন্তই নয়, পোস্টের একেবারে শেষেও হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার অংশ উদ্ধৃত করেছেন অমিতাভ। তিনি একেবারে শেষে লিখেছেন, “জয় হিন্দ, জয় হিন্দ কি সেনা/ তু না থামেগা কহিঁ, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!!!” (জয় হিন্দ, জয় হিন্দের সেনা, তুমি কোথাও থামবে না, তুমি কোথাও ফিরবে না, তুমি কোথাও মাথা ঝোঁকাবে না, কর শপথ, অগ্নিপথ)।
advertisement
এতদিন পর যখন ভারত-পাকিস্তান সংঘর্ষের জল অনেকটা দূর চলে গিয়েছে, তখন পহেলগাঁও প্রসঙ্গ টেনে অমিতাভের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 1:57 PM IST