Amitabh Bachchan: বাড়ির কোনও মেয়ে 'এই' কাজ করলেই রেগে আগুন হয়ে যান অমিতাভ বচ্চন, প্রচণ্ড ভয় পান মেয়ে শ্বেতা!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Amitabh Bachchan: কোন জিনিসটা অমিতাভ বচ্চন একদম সহ্য করতে পারেন না? তেলেবেগুনে জ্বলে ওঠেন? সেটাই ফাঁস করে দিলেন মেয়ে শ্বেতা বচ্চন।
মুম্বই: কোন জিনিসটা অমিতাভ বচ্চন একদম সহ্য করতে পারেন না? তেলেবেগুনে জ্বলে ওঠেন? সেটাই ফাঁস করে দিলেন মেয়ে শ্বেতা বচ্চন। সম্প্রতি মেয়ে নভ্যা নভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা সিজন ২’-এ হাজির হয়েছিলেন শ্বেতা।
কথা বলছিলেন বচ্চন পরিবার সম্পর্কে। তখনই বিগ বি-কে নিয়ে এক চমকপ্রদ তথ্য জানান তিনি। শ্বেতা বলেন, বাড়ির মেয়েরা চুল ছোট করে কাটলে অমিতাভ খুব রেগে যান।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, শ্বেতা বলেছেন, একটু বড় হওয়ার পর তিনি প্রায়ই পার্লারে যেতেন চুল কাটতে। কখনও কখনও চুল ছোট করে ফেলতেন। আর তা দেখেই রেগে যেতেন অমিতাভ। মেয়েদের ছোট চুল না-পসন্দ অমিতাভের। শ্বেতার কথায়, ‘না, একদম পছন্দ করতেন না। একদম নয়’। চুল ছোট করে কাটলে দাদু অভিতাভ কী বলতেন? জিজ্ঞেস করেন নভ্যা। উত্তরে শ্বেতা বলেন, ‘খুব রেগে যেতেন। আমাকে প্রশ্ন করতেন, ‘এরকম করে কেন কাটলে’? মেয়েদের ছোট চুল অমিতাভ ঘৃণা করেন। একমাথা লম্বা চুলই তাঁর পছন্দ’।
advertisement
advertisement
আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে
মা জয়া বচ্চন কীভাবে শ্বেতার চুলের যত্ন নিতেন, সে কথাও পডকাস্টে বলেন শ্বেতা। ফাঁস করেন তাঁর হেয়ারকেয়ার রুটিনও। শ্বেতার চুলে পেঁয়াজের রস লাগাতেন জয়া। তাঁর কথায়, মা যখন চুলে পেঁয়াজের রস মাখাত খুব রাগ হত। কী বিচ্ছিরি গন্ধ’! জয়াও এর দুর্গন্ধের কথা জানতেন। বলতেন, সদর দরজা থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। ‘তবে এটা চুলের জন্য ভাল’, বলছেন শ্বেতা।
advertisement
আরও পড়ুন: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন
প্রসঙ্গত, ২০০২ সাল থেকে ইউটিউবে ‘হোয়াট দ্য হেল নভ্যা’ নামের পডকাস্ট শো করেছেন শ্বেতা কন্য নভ্যা। এই পডকাস্টে সমাজে নারীদের নানা সমস্যা নিয়ে দিদা জয়া বচ্চন এবং মা শ্বেতা বচ্চনের সঙ্গে আলোচনা করেন নভ্যা। তাঁর ইউটিউব চ্যানেলেই সমস্ত পডকাস্ট দেখা যাবে। এই পডকাস্ট শো-র জন্য ২০২৩-এর জানুয়ারিতে ইন্ডিয়া অডিও সামিটে পুরস্কার জেতেন নভ্যা। ট্রফি হাতে হাসি মুখের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘হোয়াট দ্য হেল নভ্যাকে ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2024 2:33 PM IST









