Amitabh Bachchan: মেয়েকে কোটি টাকার বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দিলেন অমিতাভ-জয়া! বউমা ঐশ্বর্যর জন্মদিনে বাদ শুভেচ্ছাটুকুও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভাল নয়, এমন কানাঘুষোও শোনা যায়৷ তার মাঝেই জানা গিয়েছে নিজের নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন অমিতাভ বচ্চন৷
বচ্চন পরিবারে ভাঙনের খবর ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, বচ্চন বাড়ি ছেড়ে বাপের বাড়িতেই মেয়েকে নিয়ে থাকছেন ঐশ্বর্য৷ শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভাল নয়, এমন কানাঘুষোও শোনা যায়৷ তার মাঝেই জানা গিয়েছে নিজের নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন অমিতাভ বচ্চন৷
মুম্বই জুড়ে একাধিক বাংলো রয়েছে অমিতাভ বচ্চনের। প্রতীক্ষা হোক বা জলসা, অভিনেতার সম্পত্তির পরিমাণও বিপুল। এবার নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন বিগ-বি।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ নামের বিরাট বাংলোটি উপহার দিতে চলেছেন অমিতাভ। ৮৯০.৪৭ স্কোয়ার মিটার এই ৬৭৪ স্কোয়ার মিটারের এই বাংলোটি মেয়েকে উপহার দিলেন অমিতাভ। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গিয়েছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, বাংলোটি অমিতাভ এবং জয়া বচ্চন দু’জনের নামেই ছিল এই বাংলোটি। যা বর্তমানে শ্বেতাকে উপহার হিসেবে দিলেন তাঁর বাবা মা। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে যদিও মুখ খোলেননি পরিবারের কেউই৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 1:59 PM IST