Johnny Depp: মদের বোতল দিয়ে যৌন হেনস্থা! হলিউড অভিনেত্রী বললেন ভয়ানক এক রাতের কথা

Last Updated:

Johnny Depp: অ্যাম্বার দাবি করেছেন, এক দিন হঠাৎই একটি মদের বোতল ভেঙে এগিয়ে আসেন তাঁর দিকে।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#মুম্বই: অনেকদিন ধরেই অভিযোগের বন্যা বইছে হলিউড অভিনেত্রী জনি ডেপের বিরুদ্ধে। এ বার আদালতের সামনে জনি ডেপের সঙ্গী অ্যাম্বার হার্ড। তিনি আদালতের সামনে ২০১৫ সালের একটি অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেছেন, জনি ডেপ তখন পাইরেটস সিরিজের পঞ্চম ছবি অভিনয় করছিলেন।
অ্যাম্বার দাবি করেছেন, এক দিন হঠাৎই একটি মদের বোতল ভেঙে এগিয়ে আসেন তাঁর দিকে। বলেন, মুখে মারবেন। গলার মধ্যে চালিয়ে দেওয়ার কথা বলেন। সেই সময়ে অনিয়ন্ত্রিত ভাবে চিৎকার করছিলেন, আর বলছিলেন অ্যাম্বার তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন। তার পরেই মারাত্মক এক অভিযোগ করেছেন অ্যাম্বার।
advertisement
advertisement
তিনি বলেছেন, এর পর অন্য এক দিন মদের বোতল দিয়ে যৌন হেনস্থা শুরু করেন জনি। সেই সময় যৌনাঙ্গে মদের বোতল দিয়ে আঘাত করেন জনি ডেপ। এক বার নয়, বার বার ওই কাঁচের বোতল দিয়ে আঘাত করা হয় যৌনাঙ্গে। আদালতে এই কথা বলতে গিয়ে কার্যত বারংবার এই কথা বলেছেন তিনি। বয়ান দিতে গিয়ে একাধিক বার কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে অ্যাম্বারকে। যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন জনি ডেপ। তিনি বলেছেন, অ্যাম্বার হার্ড সরাসরি আক্রমণ করেছিলেন তাঁকে। মদের বোতল দিয়ে তিনি মারতে এসেছিলেন।
advertisement
অ্যাম্বার হার্ড তাঁর বয়ানে এটাও বলেছেন যে, মাদক ও মদের আসক্তিতে ভরপূর নেশায় থাকা জনি ডেপ বারংবার তাঁকে আক্রমণ করেছেন, শারীরিক ভাবে হেনস্থা করেছেন। ২০১৩ সালের মে মাসের এই ঘটনাটি প্রকাশ্যে এনে তিনি ঝড় তুলেছেন আন্তর্জাতিক সিনেমা জগতে। যদিও প্রথম থেকেই সেই ঘটনার কথা অস্বীকার করছেন জনি ডেপ। তিনি বলছেন, ভুল করেছিলেন অ্যাম্বার হার্ড, এখানে তাঁর কিছু বলার নেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Johnny Depp: মদের বোতল দিয়ে যৌন হেনস্থা! হলিউড অভিনেত্রী বললেন ভয়ানক এক রাতের কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement