Aly Goni & Natasa Stankovic Break Up : নাতাশার ‘এই কথা’ শুনে আঘাত পেয়েছিলেন আলি, সেই কারণেই কি ভেঙেছিল সম্পর্ক? অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা

Last Updated:

Aly Goni & Natasa Stankovic Break Up : নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু আলি-নাতাশার বিচ্ছেদের কারণ আজও অজানা। তবে অবশেষে এই বিষয়ে এক বড় ইঙ্গিত দিলেন আলি।

আলি-নাতাশার বিচ্ছেদের কারণ আজও অজানা
আলি-নাতাশার বিচ্ছেদের কারণ আজও অজানা
মুম্বই : একটা সময় ছিল, যখন একে অপরের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন টেলি-অভিনেতা আলি গোনি এবং অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ। এমনকী জুটি বেঁধে তাঁরা ‘নাচ বলিয়ে’-র নবম সিজনেও অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই শো শেষ হওয়ার পরেই পথ আলাদা হয়ে গিয়েছিল এই জুটির। তার পর অবশ্য নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু আলি-নাতাশার বিচ্ছেদের কারণ আজও অজানা। তবে অবশেষে এই বিষয়ে এক বড় ইঙ্গিত দিলেন আলি।
সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে উপস্থিত হয়েছিলেন আলি গোনি। যেখানে অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। যদিও সেখানে নাতাশার নাম নেননি অভিনেতা। প্রেম ভাঙার কারণ হিসেবে আলি জানান, প্রেমিকা তাঁর পরিবারের সঙ্গে থাকতে চাননি। আলির কথায়, “এর আগে আমার যে সম্পর্ক ছিল, তা ভীষণই সিরিয়াস ছিল। কিন্তু তা ভেঙে যাওয়ার কারণ হল, ও আমাকে আসলে বলেছিল, ‘যখন আমরা বিয়ে করব, ভবিষ্যতে আমরা আলাদাই থাকব’। আর এই কথাটাই আমার একদম ভাল লাগেনি।”
advertisement
আরও পড়ুন : অতল মহাসাগরে লুকিয়ে রাখা হয়েছে নিখোঁজ বিমান MH370-কে? ১০ বছর পর মিলল সন্ধান? বিজ্ঞানীর দাবিতে তোলপাড়
আপাতত ‘লাফটার শ্যেফস’-এ দেখা যাচ্ছে আলিকে। অভিনেতা জানিয়েছেন যে, তিনি একজন আদ্যন্ত পারিবারিক মানুষ। ফলে পরিবারকে ছেড়ে থাকায় বিশ্বাসী নন তিনি। আলির বক্তব্য, “আমি যেখানেই যাই না কেন, আমার পরিবারকে সঙ্গে নিয়ে যাব। আমি আমার পরিবারকে আলাদা করতে পারব না। আর দুনিয়ার যে শক্তিই আসুক না কেন, পরিবারকে আমি ছাড়তে পারব না।”
advertisement
advertisement
প্রসঙ্গত এখন অভিনেত্রী জেসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আলি। অন্যদিকে সম্প্রতি ক্রিকেট তারকা স্বামী হার্দিকের থেকে আলাদা হয়েছেন নাতাশা। চলতি বছর জুলাই মাসেই বিচ্ছেদের জল্পনায় সীলমোহর বসিয়েছেন এই তারকা জুটি। ফলে পুত্র অগস্ত্যকে নিয়ে সার্বিয়া ফিরে গিয়েছেন নাতাশা। এদিকে তারকা-মহলে জোর গুঞ্জন, সঙ্গীতশিল্পী জেসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেম করছেন হার্দিক।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aly Goni & Natasa Stankovic Break Up : নাতাশার ‘এই কথা’ শুনে আঘাত পেয়েছিলেন আলি, সেই কারণেই কি ভেঙেছিল সম্পর্ক? অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement