নাতাশাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন বয়ফ্রেন্ডের! বিয়ে, ডিভোর্সের মাঝে বড় জল্পনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Natasa Stankovic- একটা সময় টিভি অভিনেতা আলি গনির সঙ্গে প্রথম প্রেমে পড়েন নাতাশা স্ট্যানকোভিচ। একটি ডান্স রিয়েলিটি শোতে দু'জনকে একসঙ্গে দেখা গেছে। আলি ও নাতাশার প্রথম সাক্ষাতের আয়োজন করেছিলেন আলির এক আত্মীয়।
advertisement
advertisement
advertisement
একটা সময় টিভি অভিনেতা আলি গনির সঙ্গে প্রথম প্রেমে পড়েন নাতাশা স্ট্যানকোভিচ। একটি ডান্স রিয়েলিটি শোতে দু'জনকে একসঙ্গে দেখা গেছে। আলি ও নাতাশার প্রথম সাক্ষাতের আয়োজন করেছিলেন আলির এক আত্মীয়। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তারপর প্রেম। ২০১৪ সালে আলি ও নাতাশার সম্পর্ক হয়। সংবাদমাধ্যমের খবর অনুসারে, তাঁরা দুজন লিভ-ইন সম্পর্কেও ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement