Allu Arjun || Pushpa 2: অল্লু অর্জুনকে চেনা দায়! 'পুষ্পা ২'-এর প্রথম ঝলকেই বাজিমাত, থাকল বিরাট চমক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Allu Arjun || Pushpa 2: চর্চা চলছিল বহু দিন ধরেই। অবশেষে মুক্তি পেল ছবির প্রথম পোস্টার এবং টিজার। সেখানে অল্লুকে চেনা দায়। আরও একবার পুষ্পা হয়ে উঠতে নিজেকে যেন পুরোপুরি বদলে ফেলেছেন দক্ষিণী অভিনেতা।
মুম্বই: অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'পুষ্পা ২'-এর প্রথম ঝলক। জন্মদিনের আগের রাতে অনুরাগীদের চমকে দিলেন অভিনেতা।
চর্চা চলছিল বহু দিন ধরেই। অবশেষে মুক্তি পেল ছবির প্রথম পোস্টার এবং টিজার। সেখানে অল্লুকে চেনা দায়। আরও একবার পুষ্পা হয়ে উঠতে নিজেকে যেন পুরোপুরি বদলে ফেলেছেন দক্ষিণী অভিনেতা। সারা শরীর জুড়ে নীল বর্ণ। কপালে টিপ, কানে ভারী দুল, গলায় বাহারি সব হারের সঙ্গেই একাধিক মালা, দু'হাত ভরতি চুড়ি। শাড়ি পরিহিত নায়ক হাতে তুলে নিয়েছে বন্দুক। এই অবতারে অল্লু আগে ধরা দেননি।
advertisement
advertisement
advertisement
টিজারে দেখা গেল, নিখোঁজ পুষ্পাকে খুঁজতে মরিয়া শহরবাসী। অনেকেই মনে করছে, মারা গিয়েছে লালচন্দনের চোরা কারবারি। আবার একাংশের বিশ্বাস, সে বেঁচেই আছে। সময় মতো ঠিক ফিরবে পুষ্পা। সে ফেরে। সকলকে চমকে দিয়ে সে সত্যিই ফেরে। তিন মিনিট ১৫ সেকেন্ডের টিজার জুড়ে রইল মারকাটারি উত্তেজনা। 'পুষ্পা ১'-এর মতোই তার কিস্তি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ক্রমশ।
advertisement
advertisement
সাল ২০২১। সারা ভারত জুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল 'পুষ্পা: দ্য় রাইজ'। লাল চন্দনকাঠের চোরা ব্য়বসায়ী পুষ্পারাজের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন অল্লু অর্জুন। করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয়েছিল দর্শক। 'পুষ্পা ২'-ও কি সেই একই কামাল করবে? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 7:24 PM IST