Kangana Ranaut: মিলছে খুনের হুমকি, FIR দায়ের করলেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

কৃষকদের বিক্ষোভকে খলিস্তানি আন্দোলন আখ্যা দেওয়াতেই নাকি মিলছে প্রাণনাশের হুমকি

#মুম্বই: FIR দায়ের করলেন বলিটাউনের সদাবিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)! কারণ? তিনি নাকি খুনের হুমকি পাচ্ছেন! কৃষকদের বিক্ষোভকে খলিস্তানি আন্দোলন আখ্যা দেওয়াতেই নাকি মিলছে প্রাণনাশের হুমকি! হিমাচল প্রদেশের একটি থানায় FIR দায়ের করেন অভিনেত্রী।
মঙ্গলবার ইনস্টাগ্রামএ দায়ের করা FIR-এর কপি শেয়ার করে মনিকার্ণিকা তারকা (Kangana Ranaut )লেখেন, '' মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় শহিদদের স্মরণ করে আমি  লিখেছিলাম, বিশ্বাসঘাতকদের কখনও ক্ষমা করবেন না, বা ভুলে যাবেন না! এই ধরনের ঘটনায় দেশের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদেরও হাত থাকে! কখনও অর্থ, কখনও বা পদ-ক্ষমতার লোভে দেশদ্রোহীরা বারংবার ভারত মাতাকে কলঙ্কিত করেছে! আমি প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। বাথিন্ডার এক বাসিন্দা প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকিতে আমি ভীত নই। যারা দেশ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কথা বলি এবং সবসময় বলব।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, '' আমি FIR দায়ের করেছি। আশা করি পঞ্জাব সরকার শীঘ্রই পদক্ষেপ করবে।''
এর আগে কঙ্গনার বিরুদ্ধেও দায়ের হয়েছিল FIR। শিখ সম্প্রদায়ের কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।  অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছেন কঙ্গনা। অমরজিৎ সান্ধু নামে এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি এবং শিরোমনি অকালি দলের নেতারাও সমর্থন করন তাঁকে।
advertisement
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু, তারপর থেকে আর যেন থামতেই চান না কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut )! হুগলি থেকে হনুলুলু... যে-কোনও  বিষয় নিয়েই তাঁকে মত প্রকাশ করতে হবে! সম্প্রতি তিনি যেন সব মাত্রাই ছাড়িয়ে গেলেন! একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়। ছিল ভিক্ষা। স্বাধীনতা তো ২০১৪ সালে এসেছে।’’ এরপরই তাঁর পদ্মশ্রী সম্মান প্রত্যাহারের দাবি তুলে গর্জে ওঠে কংগ্রেস, শিবসেনা, এনসিপি, আম আদমি পার্টির মতো বিরোধী-সহ  বিজেপি-র সহযোগী হিন্দুস্থান আওয়াম মোর্চা (হাম)।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut: মিলছে খুনের হুমকি, FIR দায়ের করলেন কঙ্গনা রানাওয়াত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement