Alia Bhatt: ‘জীবনের প্রথম ভালবাসা..’ প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে অকপট স্বীকারক্তি আলিয়ার, কী বললেন জানেন?

Last Updated:

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মুক্তি পাওয়ার পরেই ডেট করতে শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। কিন্তু, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

মুম্বই: ‘কফি উইথ করণ সিজন ৮’ নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। একের পর এক বলিউড সেলেবরা আসছেন, আর নিজেদের নিয়ে একের পর এক গোপন কথা ফাঁস করে যাচ্ছেন৷ প্রায় প্রতিটি এপিসোড থেকেই খবরে আসছে চেটেপুটে খাওয়ার মতো স্কুপ৷ চলতি সিজনের প্রথম পর্বে এসেই চূড়ান্ত শোরগোল ফেলে দিয়েছিলেন দীপিকা পাডুকোণ৷ তারপরে একে একে সারা আলি খান-অনন্যা পাণ্ডে, আলিয়া ভাট-করিনা কাপুর খান। সাম্প্রতিকতম পর্বে এসেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ান।
সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট -এই তিনজনের বলিউডে অভিষেক হয়েছিল করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর হাত ধরে৷ সিদ্ধার্থ-বরুণের এপিসোডে ‘কফি উইথ করণ’-এর সেই বিশেষ পর্বে বরুণ এবং সিদ্ধার্থের জন্য একটা চমকও রেখেছিলেন করণ৷ আলিয়ার একটি বিশেষ ভিডিও মেসেজ। জানেন সেখানে আলিয়া কী বলেছে?
ভিডিওয়োয় তাঁর দুই সহ-অভিনেতা বরুণ এবং সিদ্ধার্থের সঙ্গে তাঁর দুর্দান্ত রসায়নের বিষয়ে কথা বলেছেন আলিয়া। অভিনেত্রী বলেন, “সিড (সিদ্ধার্থ মালহোত্রা) দুর্দান্ত ভাল গায়। ও খুবই স্বাস্থ্য সচেতন। তাই পার্টি করতে একেবারেই পছন্দ করে না। অথচ যে কোনও পার্টি শুরু করার জন্য ও-ই কিন্তু সেরা মানুষ। আসলে বংশগত ভাবে তো ওর মধ্যে একটা পঞ্জাবি-পঞ্জাবি ব্যাপার আছে। ও শুধু জানে মানুষকে কীভাবে আনন্দ দিতে হয়। সত্যিই খুব ভাল! শুধু তা-ই নয়, ও খুব মজাদারও। নিজের জন্মদিনের পার্টিতে ও-ই সবার আগে ঘুমিয়ে পড়ে।” আলিয়া বলে চলেন, “বরুণ সবচেয়ে মজাদার মানুষ। তবে সেটা ও নিজেও জানে না।”
advertisement
advertisement
আরও পড়ুন:‘পাপিষ্ঠরা যেখানে যাবে…’ বিশ্বকাপে হার নিয়ে তুমুল কটাক্ষ মমতার! গেরুয়া রং নিয়েও তোপ
অভিনেত্রী অবশ্য একটা বিষয়ের জন্য ধন্যবাদ জানান প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থকে। তবে এর পরেই আসে আসল জায়গাটা৷ আলিয়া বলেন, “সিডের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ ও-ই আমাকে আমার জীবনের প্রথম ভালবাসা এনে দিয়েছিল। এডওয়ার্ড। ওরা দু’জনেই খুব ভাল। আমি যাতে আরামে থাকে, নিরাপদ থাকি, ওরা শুধু সেটাই চায়৷ আমি ওদের দু’জনকেই ভীষণ ভালবাসি। এই মুহূর্তে জীবনে যে যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন আমরা, আমাদের তিন জনের মনে একে অপরের সম্পর্কে সর্ব সময় একটা গর্বের অনুভূতি থাকবে।” প্রসঙ্গত, এডওয়ার্ড আলিয়ার প্রিয় পোষ্য বিড়ালের নাম৷ সম্পর্ক থাকাকালীন সম্ভবত, সিদ্ধার্থই আলিয়াকে বিড়ালটি উপহার দিয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন: ‘সিপিএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন…
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মুক্তি পাওয়ার পরেই ডেট করতে শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। কিন্তু, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছু দিন পরে ‘কপূর অ্যান্ড সনস’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তাঁরা। ২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া। অন্য দিকে, চলতি বছরেই কিয়ারা আডবাণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন সিদ্ধার্থ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt: ‘জীবনের প্রথম ভালবাসা..’ প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে অকপট স্বীকারক্তি আলিয়ার, কী বললেন জানেন?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement